রবীন্দ্রনাথ ঠাকুর » বর্ণানুক্রম » চ
চ
চলো যাই, চলো, যাই চলো, যাই— চলো পদে পদে সত্যের ছন্দে চলো দুর্জয় প্রাণের আনন্দে! চলো মুক্তিপথে, চলো বিঘ্নবিপদজয়ী মনোরথে করো ছিন্ন, করো ছিন্ন, করো ছিন্ন— স্বপ্নকুহক করো ছিন্ন।...
আজি উন্মাদ মধুনিশি ওগো চৈত্রনিশীথশশী! তুমি এ বিপুল ধরণীর পানে কী দেখিছ একা বসি চৈত্রনিথীথশশী! কত নদীতীরে, কত মন্দিরে, কত বাতায়নতলে— কত কানাকানি, মন‐জানাজানি, সাধাসাধি কত ছলে! শাখাপ্রশাখার দ্বার‐জানালার আড়ালে আড়ালে পশি কত সুখদুখ কত কৌতুক...
ওগো সুন্দর চোর, বিদ্যা তোমার কোন্ সন্ধ্যার কনকচাঁপার ডোর। কত বসন্ত চলি গেছে হায়, কত কবি আজি কত গান গায়, কোথা রাজবালা চিরশয্যায় ওগো সুন্দর চোর— কোনো গানে আর ভাঙে না যে তার অনন্ত ঘুমঘোর। ওগো সুন্দর চোর, কত কাল হল কবে সে প্রভাতে...