রূপ নগরীর রাজ-কুমারীর দেশে

রূপ নগরীর রাজ-কুমারীর দেশে
             চল্ রে ডিঙা মোর---চল্ রে ডিঙা ভেসে |
সোনার পালে বাতাস লেগেছে
পূর্ণিমাতে জোয়ার জেগেছে---
             ভিড়বে তরী রূপের ঘাটে
                     রূপনগরে এসে |
চল্ রে ডিঙা মোর---চল্ রে ডিঙা ভেসে |  

—————–
“কালিদাস” চিত্রনাট্য … থেকে নেওয়া

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *