আমার মনে যে ফুল ফুটেছিল আকাশের সূর্য তারে শুকিয়ে দিল রে | ধূলাতে পড়ল ঝরে সে বাতাসের নিদয় পরশে বুকে মোর কাঁটার বেদনা বুক দুখিয়ে দিল রে | আমার মনে চাঁদ--- আমার মনে চাঁদ যে উঠেছিল ও তারে প্রলয় মেঘে লুকিয়ে দিল রে | মরমের মৌন অতলে নিরাশার ঢেউ যে উথলে--- জীবনের পাওনা-দেনা মোর কে চুকিয়ে দিল রে |
—————–
“রাজদ্রোহী” উপন্যাস … থেকে নেওয়া