ঝর্না ঝরার ছন্দেরে--- নেচে চল জলধারার আকুল আনন্দেরে | নেচে চল্ পিছল স্রোতে ছড়ানো উপল পথে মেখে নে রবির হাসি বনফুলের গন্ধ রে! মনে যে লাগল পরশ ফাগুনের ফেনিল হরষ--- চামেলি পড়ল খসে শিথিল বেণী বন্ধে রে!
—————–
“লাল পাঞ্জা” নাটক, প্রথম অঙ্ক, দ্বিতীয় দৃশ্য… থেকে নেওয়া