আমার মন-চুয়ানো মধু--- ঝরবে যখন-বাতাসে ক্ষরবে যখন ---আসবে না কি বঁধু? গন্ধে যখন ভরবে চরাচর আসবে না কি মধু-মাতাল পাগল মধুকর? ওগো তার তরে যে আমি পথটি চেয়ে কাটাই দিবাযামী, আমার বুকের বরমালা সুখের মধু-ঢালা পরিয়ে দেব তার গলাতে আসবে যখন বরমালার বর--- মধু-পাগল মধুকর!
—————–
“লাল পাঞ্জা” নাটক, প্রথম অঙ্ক, দ্বিতীয় দৃশ্য… থেকে নেওয়া