আমার হৃদয়ে নব নব প্রত্যাশার দূত

আমার হৃদয়ে নব নব প্রত্যাশার দূত
 নীলশিরা বিহঙ্গের মতো উড়ে আসে
 সব চেয়ে উঁচু শাল—উচ্চতর মেঘখণ্ড বিভ্রম জাগায়
কোনো রজনীর মঞ্চে চ’ড়ে নিষ্কাশিত বায়ুর মতন
আরও দূরে—কতদূরে করা যায় ব্যহত ডানার প্রসাধন।

 এইসব অকপট ছায়া যেন
 নষ্টপ্রায় কোনো জ্যোতিষ্কের
 শূন্য থেকে শূন্যে ঘুরে
 হে জ্যোতিষ্ক, হাতের তেলোয় সব পাওয়া যায় টের
 যদি স্থির হয়ে বস তুমি
 মরুভূর বালুকণিকায়
 অসীম সূর্যেরে পাওয়া যায়
 যে রূপসী হারায়ে গিয়েছে কবে
 মলয়ালমের ভাষা আধো বলে
 অস্তচাঁদে সমুদ্রের দেশে
 তাহারে দেখিবে তুমি আধোধূম্র দিবালোকে—যাদুঘরে এসে।

কড়িবরগার থেকে ঝুলিতেছে হাঙরের কঙ্কালের মতো
 সৈন্যেরা ঘুমায়ে নেই
সময়ের কর্কশ পিতল ঘণ্টা শতাব্দীর সমুদ্রকে করিছে আহত।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *