সোনালী কাবিন (১৯৭৩) – কাব্যগ্রন্থ – আল মাহমুদ Book Content প্রকৃতি সোনালী কাবিন বাতাসের ফেনা কবিতা এমন প্রত্যাবর্তনের লজ্জা দায়ভাগ আসে না আর অবগাহনের শব্দ তোমার হাতে এই সম্মোহনে নতুন অব্দে পলাতক অন্তরভেদী অবলোকন আভূমি আনত হয়ে স্বপ্নের সানুদেশে পালক ভাঙার প্রতিবাদে যার স্মরণে কেবল আমার পদতলে এক নদী জাতিস্মর চোখ যখন অতীতাশ্রয়ী হয় আত্মীয়ের মুখ তোমার আড়ালে ভাগ্যরেখা শোণিতে সৌরভ সাহসের সমাচার চোখ স্বব্ধতার মধ্যে তার ঠোঁট নড়ে উল্টানো চোখ আমি আর আসবো না বলে নদী তুমি বোধের উৎস কই, কোন দিকে? সত্যের দাপটে আমার চোখের তলদেশে ক্যামোফ্লাজ খড়ের গম্বুজ আঘ্রাণে আমার প্রাতরাশে আমিও রাস্তায় তরঙ্গিত প্রলোভন লেখক: আল মাহমুদবইয়ের ধরন: কাব্যগ্রন্থ / কবিতা
Leave a Reply