থামরে বৃষ্টি থাম,
দোহাই তোদের থাম।
টুকটুকে লাল লংকা দেব,
দেব চিড়ের দাম।
থামরে বৃষ্টি থাম,
দোহাই তোদের থাম।
শোনরে বৃষ্টি শোন
কান্না তোদের বোন।
ঘর ভাসালি, দোর ভাসালি,
আনলি দেশে বান,
চাষির চোখে জল নামালি,
নিলি সোনার ধান।
শোনরে বৃষ্টি শোন,
কান্না তোদের বোন!
পূর্ববর্তী:
« তামার চাঁদ
« তামার চাঁদ
পরবর্তী:
দুই বীর »
দুই বীর »
Leave a Reply