৬. কমরেড জোসেফ স্তালিনের বিশ্ব কীর্তি দীর্ঘজীবী হোক

জাতি ও ভাষাসমূহের সমানাধিকার যে স্বীকার করে না এবং তার সপক্ষে দাঁড়ায় না, সর্বপ্রকার জাতীয় নিপীড়ন ও অসাম্যের বিরুদ্ধে লড়াই করে না, সে মার্কসবাদী নয়, এমনকি গণতন্ত্রীও নয়। — ভ. ই. লেনিন

৬. কমরেড জোসেফ স্তালিনের বিশ্ব কীর্তি দীর্ঘজীবী হোক

২০০৯ সালের ২১ ডিসেম্বর রাশিয়ায় তার অনুসারীদের মতো সারা বিশ্বের মানুষও কমরেড জোসেফ ভিসারিওনোভিচ স্তালিনের ১৩০তম জন্মোৎসব পালন করে। এই অসামান্য সর্বহারা বিপ্লবীর স্মৃতি তর্পণের জন্য এখানে কিছু উদ্ধৃতি, কিছু বড় নিবন্ধ, তার কর্মযজ্ঞের উপর আলোকপাত এবং মার্কসবাদী-লেনিনবাদী দর্শনে তার অবদান উদ্ধৃত করা হলো।

.

স্তালিনকে নিয়ে বিপ্লবীদের উদ্ধৃতি

“মার্কসবাদ-লেনিনবাদের বিকশিত রূপ, ওই দর্শনের তাত্ত্বিক শিক্ষাদীক্ষা স্তালিনের মধ্যে দৃঢ় ভিত্তিতেই ছিল। মার্কসীয় দর্শন প্রয়োগ করে সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র কায়েম করার ক্ষেত্রে তার অবদানই তার অন্যতম কৃতিত্ব। ট্রটস্কি, জিনোভিয়েভ, বুখারিনের এবং তাদের প্রতিবিপ্লবীদের সাথে তার শক্তিশালী তর্কযুদ্ধ আমাদের সময়ে এক অনবদ্য সংগ্রামের আদর্শ হয়ে উঠেছিল। তার এই অবদানই বিশ্ব পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করে সমাজতন্ত্র এবং কমিউনিজমকে ঊর্ধ্বে তুলে ধরেছিল। আর সে সময় এই সমগ্র সংগ্রামটি হয়েছিল স্তালিনের হাতেই, তারই শিক্ষাকে অবলম্বন করে।” — ইউলিয়াম জে. ফস্টার

“এই সমগ্র সংগ্রামের সময় আমরা যারা কালো ছাত্র ছিলাম তারা স্তালিনের অবদান এবং কমিউনিস্ট পার্টিতে তার অবস্থান দেখে প্রদীপ্ত শিষ্য হয়ে গিয়েছিলাম। আমরা স্ট্যালিনিস্ট হয়ে উঠেছিলাম, যা ছিল মহামতি লেনিনেরই ধারাবাহিকতা। আজকের দিনে কে ‘স্ট্যালিনিস্ট’ বিশেষণটি ব্যবহার করবেন? আমরা কিন্তু সে সময় মনে করেছি স্তালিন এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি সঠিক ছিল। আমি এখনও বিশ্বাস করি তিনি এবং তারা সঠিক ছিলেন।” — হ্যারি হেড

“আধুনিক জীবনচক্রে স্তালিনের প্রভাব অনেক গভীর এবং ব্যাপ্ত। তার সাধারণ একটি লেখাও ব্যাপক বিস্তৃত দলিল হয়ে ওঠে। সারা বছর তার অবদান আমাদের সমাজে এক অমূল্য সম্পদ হিসেবেই উদ্ধৃত হয়। সশ্রদ্ধচিত্তেই স্মরণ করতে হবে মার্কস, লেনিন এবং স্তালিনের বক্তব্য মানবতাকে সমৃদ্ধ করেছে। তা যেমন বর্তমানে সঠিক, তেমনি ভবিষ্যতেও সঠিক থাকবে।” — পল রবসন

“জোসেফ স্তালিন একজন মহা মানব ছিলেন; বিংশ শতকে খুব কম মানুষই তার মাপের’ ছিল। তিনি ছিলেন সাধারণ, শান্ত এবং সাহসী। তিনি কখনোই তার ভারসাম্য খোয়াতেন না। তার সমস্যাগুলো তিনি ধীরে কিন্তু দৃঢ়ভাবে এবং পরিষ্কারভাবে সমাধান করতেন। কখনোই জৌলুশ বা চাকচিক্যে বিভ্রান্ত হতেন না, এবং তিনি যাকে সঠিক মনে করতেন তা প্রতিষ্ঠিত করতে কুণ্ঠাবোধ করতেন না, বরং তার অবস্থানকে দৃঢ়ভাবে সতোর সাথে প্রতিষ্ঠিত করতেন। তিনি একজন ভূমিদাস বা দায়বদ্ধ কৃষকের সন্তান ছিলেন, কিন্তু কখনোই তা স্বীকারে কুণ্ঠিত বা বিব্রত হতেন না। এবং এটাই তার বিশালত্ব প্রমাণ করে।” — ডব্লিউ.ই.বি.ডিইউ বরিস

“এই দিনটি গণপ্রজাতন্ত্রী স্পেনের জন্য ছিল আনন্দ এবং জয়ধ্বনি করবার দিন। শহরে, গ্রামে, বন্দরে, সামনে-পেছনে, লাখো কণ্ঠ তাদের হৃদয় নিঃসৃত ধ্বনিতে আকাশ-বাতাস প্রকম্পিত করে বলছিল- স্তালিন! কারখানায়, বাঙ্কারে শ্রমিক এবং সৈন্যরা তাদের অস্ত্রপাতি, হাতুড়ি-বাটালি ঠুকে ‘ স্তালিন ‘ বলে জয়ধ্বনি করছিল। শহরের সবচেয়ে সুন্দর স্ট্রিট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জনবসতিকে বলা হতো সোভিয়েত ইউনিয়নের পথ । এবং প্রতিটি বাড়িতে, লোকালয়ে মর্যাদার সাথে স্তালিনের ছবি জায়গা করে নিয়েছিল। কেননা এই দিনে স্পেন তার এক বছরের পুরনো শত্রু থেকে মুক্তি লাভ করেছিল।” — লোরিস ইরি

“স্তালিনের তথাকথিত ভ্রান্তি নিয়ে মিথ্যা প্রচারই বিপ্লবী মানসিকতা এবং প্রতিবিপ্লবী মানসিকতা পার্থক্য গড়ে দেয়। আপনাকে ঐতিহাসিক প্রেক্ষাপটে স্তালিনকে দেখতে হবে তিনি যে পথে এসেছেন, আপনি তাকে একজন পশুসুলভ হিসেবে দেখতে পারেন না। কিন্তু সেই বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটে আমি কমিউনিজমে এসেছিলাম এবং পিতৃসম স্তালিন এবং অন্য কেউ আমাকে বলেনি আমি অবশ্যই স্তালিন পড়িনি। আমি তাকে পড়েছি যখন তাকে পড়া খুব খারাপ অর্থ বহন করত। সেটা ছিল অন্য এক সময়। অবশ্যি আমি খুব উজ্জ্বল এবং শক্তপোক্ত মাথার মানুষ ছিলাম না। তার পরও আমি পড়ে গেছি… বিশেষ করে যখন তার লেখা পড়া খারাপ বলে বিবেচিত হতো। বলাবাহুল্য, আমি এখনও তাকে অধ্যয়ন করছি এবং তার কাছ থেকে যা পাচ্ছি তা অমূল্য।” –আর্নেস্টো চে-গুয়েভারা

“স্তালিন মারা গেছেন। প্রগতিশীল মানবতার প্রজ্বলিত মহান হৃদয় তার স্পন্দন বন্ধ করেছে। এই দুঃখজনক খবরটি সারা কোরিয়াজুড়ে বজ্রবিদ্যুতের মতো ছড়িয়েছে। লক্ষ লক্ষ কোরিয়াবাসীর হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, তাদের হৃদয়ে বড় ধরনের আঘাত লেগেছে। কোরিয়ার গণবাহিনী, সৈন্য, শ্রমিক, কৃষক, ছাত্র এবং উভয় কোরিয়ার সকল বসবাসকারীরা গভীর শোকসন্তপ্ত। সারা কোরিয়া যেন মাথা নত করে রয়েছে, এবং মায়েরা তাদের চোখের জল মুছছেন এবং শিশুর মতো ফোপাচ্ছেন।” –কিম ইল সুং

“স্তালিন কঠোর অধ্যবসায় দিয়েই মার্কসবাদ-লেনিনবাদের ধারাবাহিক বিকাশ, প্রয়োগ এবং মার্কসবাদ-লেনিনবাদকে আরও উন্নত স্তরে তুলে নেয়া কৃতিত্ব অর্জন করেছিলেন। তার সময়ের মতো ওইরকম বিরূপ সময়েও তিনি তার বিচক্ষণতা, ধীর স্থির মানসিকতা এবং বিশেষ যোগ্যতা দিয়েই এসব অর্জন করেছিলেন। যখন বুর্জোয়ারা প্রবল প্রতাপে প্রতিক্রিয়া ছড়িয়ে দিচ্ছিল সে সময় তিনি সক্ষমতার সঙ্গেই মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ঝাণ্ডা তুলে ধরতে পেরেছিলেন।” — এনভার হোক্সা

“স্তালিনকে অভিনন্দন জানানো কোনো আনুষ্ঠানিকতা নয়। স্তালিনকে অভিনন্দন জানানো মানে তাকে সমর্থন করা এবং সমাজতন্ত্রের বিজয়কে সমর্থন করা, এবং তিনি মানবতার মুক্তির জন্য যে দিকনির্দেশ করেছেন তাকে সমর্থন করা। তার মানে একজন প্রিয় বন্ধুকে সমর্থন করা। বিশ্বের বৃহৎ অংশের মানুষ মানবিকতার অভাবে ভুগছে। সেই মানবিকতা মুক্ত হতে পারে কেবলমাত্র স্তালিনের দেখানো পথে এবং তারই সাহায্যে।” –মাও সে তুং

.

স্তালিনের শিক্ষা-দীক্ষা

স্তালিন জারের বিরুদ্ধে লড়েছিলেন এবং জারতন্ত্রের বিরুদ্ধে মার্কসবাদের প্রচার করেছিলেন লেনিনের জীবদ্দশাতে যখন তিনি লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি ১৯১৭ সালের বিপ্লবের পথকে সঠিকভাবে পরিচালনার জন্য সংগ্রাম করেছেন। অক্টোবর বিপ্লবের পর তিনি সর্বহারা বিপ্লবের সুফলকে রক্ষা করার কাজ করেন।

স্তালিন CPSU বা সোভিয়েত কমিউনিস্ট পাটির এবং সোভিয়েত জনগণকে নেতৃত্ব দিয়েছিলেন। লেনিনের মৃত্যুর পর তিনি দৃঢ়ভাবে যুগপৎ অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের অপশক্তির বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন, এবং বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশকে আগলে রেখেছেন।

স্তালিন CPSU বা সোভিয়েত কমিউনিস্ট পাটির এবং সোভিয়েত জনগণকে নেতৃত্ব দিয়েছিলেন। সমাজতান্ত্রিক লাইন, শিল্পবিকাশ এবং কৃষি উৎপাদনে বিরাট সাফল্য এসেছিল সমাজতান্ত্রিক স্বচ্ছতা এবং সমাজতান্ত্রিক নির্মাণের কারণে।

স্তালিন CPSU বা সোভিয়েত কমিউনিস্ট পার্টির এবং সোভিয়েত জনগণকে নেতৃত্ব দিয়েছিলেন এবং সোভিয়েত সেনারও নেতৃত্ব দিয়েছিলেন যারা একটি কষ্টকর সংগ্রাম করেছিল এবং বাজে ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে জয়ী হয়েছিল।

স্তালিন লেনিনবাদের শত্রু, অভিজ্ঞতাবাদী, ট্রটস্কিপন্থী জিনোভিভিটিস, বুখারিনিস্ট এবং অন্যান্য বুর্জোয়াদের হাত থেকে মার্কসবাদকে রক্ষা এবং বিকশিত করেছিলেন।

স্তালিন তার তত্ত্বগত লেখালিখি দিয়ে মহান মার্কসবাদ-লেনিনবাদের বিকাশে এবং আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনে অনেক বড় অবদান রেখেছেন।

স্তালিন CPSU বা সোভিয়েত কমিউনিস্ট পাটির এবং সোভিয়েত জনগণকে নেতৃত্ব দিয়েছিলেন যাতে করে সরকারিভাবে বৈদেশিক নীতি প্রচলন করেন যা সারা বিশ্বের সর্বহারা আন্তর্জাতিকতাবাদকে রক্ষা করবে এবং ঊর্ধ্বে তুলে ধরবে। সারা বিশ্বের সর্বহারা বিপ্লবীদের সংগ্রামে সাহায্যও করেছিলেন, চীনকে সাহায্য করাসহ।

স্তালিন স্রোতের বিপক্ষে একেবারে সামনের সারিতে দাঁড়িয়েছেন, ঐতিহাসিক সংগ্রামকে পরিচালনা করেছেন, এবং সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ভয়ংকর শত্রু হিসেবে আবির্ভূত হয়েছিলেন।

স্তালিনের কর্মকাণ্ড মহান সোভিয়েত জনগণ এবং সোভিয়েত কমিউনিস্ট পার্টিকে মহিমান্বিত করেছিল, সেই সাথে সারা বিশ্বের শ্রমজীবী মানুষের পক্ষে সংগ্রাম করেছিল।

স্তালিনের জীবন উৎসর্গ করা হয়েছিল একজন মহান মার্কসবাদী-লেনিনবাদী : এবং একজন সর্বহারা বিপ্লবী হিসেবে।

.

গ্রন্থপঞ্জি

১. Long Live the Universal Contributions of Comrade Joseph Stalin Posted on December 20, 2009

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *