১০. বাণ খণ্ড

(১)
দেশাগরাগঃ॥রূপকং॥

রাধাকুচরিতং স্মৃত্বা প্রকুপ্য মধূসূদনঃ।
জগাদ জরতাং তস্যাঃ করিষ্যন্নু চিতং ফলং॥

গোচরিল রাধা মোর মাএর চরণে।
তেকারণে পায়িল আপমাণে॥
বড়ায়ি ল।
আজি হৈতেঁ রাধিকাত নিবারিলোঁ মণে।
সরূপেঁ কহিলোঁ তোর থানে ॥১
বড়ায়ি ল।
আহ্মার করিল রাধা বড়য়ি খাঁখার।
আবসি করিবোঁ প্রতিকার ॥ধ্রু
আপণে করিব আহ্মে তেহেন ঊপাএ।
যেহ্ন রাধা পড়ে মোর পাএ॥
মরমেঁ হাণিবোঁ তারে মনমথবাণে।
নিবেদিলোঁ তোহ্মার চরণে ॥২
সব লোকেঁ হাসে যেহ্ন দিআঁ করতালী।
তেহ্ন তারে করায়িবোঁ বিকলী॥
আহ্মার মনত জাগে আতি বড় রোষে।
তোহ্মে মোক নাহিঁ দিহ দোষে ॥৩
হেন মণে করে লওঁ রাধার পরাণে।
নাহিঁ করোঁ তোহ্মার কারণে॥
আজি হৈতেঁ রাধিকাত নিবারিলোঁ আশে।
গাইল বড়ু চণ্ডীদাসে॥

(২)
আহেররাগঃ॥একতালী॥

আহ্মার বচন শুণ কাহ্নাঞিঁ গোআল।
গোআলিনী রাধা পাতে আশেষ জঞ্জাল॥
হাণ পাঁচ বাণে তাক না করিহ দয়া।
গোআলিনী রাধার খণ্ডুক সব মায়া ॥১
শুনহ কাহাঞিঁ তোহ্মে আহ্মার বচনে।
রাধাক হাণ ফুলের পাঁচ বাণে ॥ধ্রু
পুরুবেঁ রাধাক দিলোঁ মো তোহ্মার তাম্বুলে।
কোণো পরকারেঁ না শুণিল মোর বোলে॥
কোন কাম না কৈলো তোহ্মাত লাগিআঁ।
আপণা বোলায়িল সতী আহ্মাক মারিআঁ ॥২
বিলম্ব না কর কাহ্ন মোর বোল শুন।
ঝাটঁ করী ফুলের ধনুত দেহ গুন॥
স্তম্ভন মোহন আর দহন শোষণে।
ঊছাটিণ বাণে লঅ রাধার পরাণে॥
ত্রিজগতনাথ তোহ্মে দেব বনমালী।
তোহ্মাকে না করে ভয় রাধা চন্দ্রাবলী॥
উলটিআঁ সে যাচু তোহ্মাক যতনে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে ॥৪

(৩)
 পাহাড়ীআরাগঃ॥ক্রীড়া॥

কৃষ্ণোহনুমতিমাসাদ্য জরত্যা কৃতমণ্ডন।
পঞ্চবাণশরৈশ্চক্রে রাধিকামারণে মতিম্॥

ময়ূর পুছেঁ             বান্ধিআঁ চুড়া
             তাত কুসুমের মালা
চন্দন তিলকেঁ         শোভিত ললাট
             যেহ্ন চাঁদ ষোলকলা॥
কাজলেঁ উজল        নয়নযুগল
             খঞ্জনকে উপহাসে।
ঈষত হাসত           ভুবন মোহন
             যেহ্ন কমল বিকাসে ॥১
ফুলের ধনু             হাথে করী কাহ্ন
             গেলা বৃন্দাবন পাশে।
রাধার বচন            আনলেঁ দগধ
             মনত করিআঁ রোষে ॥ধ্রু
হিরাঞঁ জড়িত        রতন কুণ্ডল
             মণ্ডিত গণ্ড যুগলে।
সিন্দুর লুলিত         মুকুতা পাঁতী
             সম দশন উজলে॥
মনোহর হার          কেয়ূর পহ্রী
             আঙ্গদ যুগল হাথে।
রতন কঙ্কন            আতি বিতপন
             পহ্রীল জগতনাথে ॥২
সকল শরীর           চন্দনে লেপিল
             নেত ধড়ী পরিধানে।
তাহার উপর          মণি বিরচিত
             কিঙ্কিনী বান্ধিল কাহ্নে॥
কর্পুর বাসিত          তাম্বুল বদনে
             হাথে কনকের বাশীঁ।
কদম তলাত          কোমল পাতত
             থাকিলা কাহ্নাঞিঁ বসী ॥৩
শীতল শরীর          জন মনোহর
             কোকিল পঞ্চম গাএ।
সব তরুগণ            বিকাস কুসুম
             ভ্রমর কাঢ়এ রাএ॥
আতি রূষ্ট হআঁ        রহিলা কাহ্নাঞিঁ
             রাধা মারিবার আশে।
বাসলীচরণ            শিরে বন্দিআঁ
             গাইল বড়ু চণ্ডীদাসে॥৪

(৪)
গুজ্জরীরাগঃ॥যতিঃ॥

দামোদরস্য বচসা তরসা জরতী ততঃ।
রাধায়াঃ সবিধং গত্বা নিভৃতং নিজগাদ তাম্॥

তোহ্মার চরিতেঁ রাধা পাআঁ আপমাণে।
আসুখিল হআঁ মোক পাঠায়িল কাহ্নে॥
হেন বুয়িল তাত লাগি কইলোঁ যত কাজ।
তাক আন করি পাড়িলেঁ মুণ্ডে বাজ ॥১
এবেঁ সে জাণিলোঁ ভালেঁ রাধার বেভার।
মাঅক জাণাআঁ মোর করিল খাঁখার ॥ধ্রু
বিথর সহিলোঁ তার গালি বচনে।
ভার বহিল আহ্মে তাহার কারণে ॥
তভোঁ সুখ না ভৈল তাহার মণে।
কেমনে তোষিব আর হেন নারীজনে ॥২
এতেকেঁ লখিলোঁ রাধা কাহ্নাঞিঁর মণে।
বড় রোষ উপজিল তোহ্মার কারণে ॥
সরূপেঁ ফুলের ধনু জুড়িল পাঁচ বাণে।
হাণিআঁ লৈবেক রাধা তোহ্মার পরাণে ॥৩
পরাণ নাতিনী মোর ধরহ বচন।
আপণে আসিআঁ ধর কাহ্নের চরণ ॥
তবেঁ সে রাখিব কাহ্নাঞিঁ তোহ্মার পরাণে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে ॥৪

(৫)
ধানুষীরাগঃ ॥ লঘুশেখরঃ॥

খোঁপা পরতেখ মোর ত্রিদশ ঈশ্বর হর
কেশপাশে নীল বিদ্যমানে। এআ
সিসের সিন্দূর সূর ললাটে তিলক চাঁদ
নয়নত বসএ মদনে ॥এআ ॥১
সুণ বড়ায়ি ল
বোল গিআঁ গোবিন্দক বাতে। এআ
তীন ভুবন বীর রাখ এ যৌবন ধন
কি করিতেঁ পারে জগন্নাথে ॥ এআ॥ ধ্রু
নাসা বিনতানন্দন পাণ্ডু গণ্ড পাশে কণ্ণ
বিম্ব ওষ্ঠ পুষ্প দন্ত সঙ্গে।
কুচযুগ যুধিষ্ঠির বাহু দণ্ড মনোহর
সুগ্রীব শরীর বসে রঙ্গে ॥২
বলি বসে নাভীতলে পৃথু নিতম্ব যুগলে
মাঝ দেশে সিংহ বিদ্যমানে।
জঘনে বসে নৃপুরু আতিশয় রূচি গুরু
পদনখ নক্ষত্রগণে ॥৩
হাথে ধরী ধনু বাণে কাহ্ন আসু বিদ্যমানে
তভোঁ তাক নাহিঁ মোর ডরে।
বোল দূতা কাহ্ন পাশে গাইল বড়ু চণ্ডীদাসে
দেবী বাসলীর বরে ॥৪

(৬)
বসন্তরাগঃ॥একতালী॥

কালী দলিল আহ্মে শলিল শোধিল।
কংস মারিবারে আহ্মে আবতার কৈল॥
মামা বধ করিবোঁ মো লিখিত করম।
তেকারণে গোপকুলে লভিল জরম ॥১
পসরিলহে মদন পাঁচ বাণে।
কে তোর রাখিবে রাখঊ পরাণে ॥ধ্রু
হের ফুলের ধনু ফুলের পাঁচ বাণ।
এই ফুলেঁ আজি তোর লইবোঁ পরাণ॥
আহ্মার খাঁখার কৈলেঁ সব জন থানে।
তেকারণে রাধা তোক যোড়োঁ পাঁচ বাণে ॥২
হেন পাঁচ বাণে কাহ্ন মারে পরতিরী।
আহ্মা ন চিহ্নসি রাধা বড় আছিদরী॥
পুরুবে দূতী মারিলি কমণ কারণে।
এবেঁ তোর ফল হের দেওঁ এহি বাণে ॥৩
বাম হাথে ধনুক ডাহিণ হাথে বাণ।
রাধার হিআত মাইল সুদৃঢ় সন্ধান॥
পড়িলী হালিআঁ রাধা ফুলের শরে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবরে॥৪

(৭)
রামগিরীরাগঃ॥আঠতালা॥

কৃষ্ণ পরশিল করে শরীর রাধার।
বিহড়িল আষ্ট ধাতু আয়িল তাহার॥
ধেআন করিআঁ করেঁ ঝাড়ে বনমালী।
ধীরেঁ ধীরেঁ গাঅখানী তোলে চন্দ্রাবলী ॥১
মরিআঁ জিলী রাধা গোকুল সমাজে।
তিরীবধে উদ্ধার পাইল দেবরাজে ॥ধ্রু
তালের বিণিঞঁ রাধাক বোচি কাহ্ন।
নির্ম্মল যমুনা জল করায়িল পান॥
জিআঁ ঊঠিলী রাধা পরম হরিষে।
সখিজন হুলাহুলী পাড়ে চৌদিশে ॥২
রাধা বস করি কাহ্ন গেলা বৃন্দাবনে।
তার পাছে গেলী রাধা বিকলী মদনে॥
বৃন্দাবনে ভ্রমর কোকিল কাঢ়ে রাএ।
বিকসিত কুসুম দক্ষিণ বহে বাএ ॥৩
আচম্বিত লুকাইলা কাহ্নাঞিঁ বৃন্দাবনে।
নব কিশলয়গণে রচিআঁ শয়নে॥
তার মাঝেঁ বসিআঁ থাকিলা নারায়ণে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে  ॥৪ 
Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *