অথ রাধারসাবেশবশীকৃতমনা হরিঃ।
পুনস্তল্লাভলোভেন জগাদ জরতীঞ্চিরাৎ॥
(১)
মালবরাগঃ ॥ রূপকং ॥ চিত্রক লগনী ॥ দণ্ডকঃ॥
চির দিন নাহিঁ রাধিকার দরশনে।
তেকারণে বড়ায়ি থীর নহে মনে ॥১
চিন্তিতেঁ দুগুণ ভৈল হৃদয়ে মদনে।
এবেঁ তাক আণী মোর রাখহ জীবনে ॥২
যতন করিআঁ তাক রাখে আইহনে।
তার মাঅ রাধিকারে চাহে খনে খনে ॥৩
এতেকেঁ তাহাক আহ্মে আণিতেঁ না পারী।
আপণে উপাঅ মোক বোল তোহ্মে হরী ॥৪
উপস্থিত ভৈল বড়ায়ি শরত সমএ।
তড় পথেঁ এবেঁ লোক মথুরাক জাএ ॥৫
এবেঁ তথাঁ কাহ্নাঞিঁর নাহিঁ আধিকার॥
হেন বুলী রাধা নেহ যমুনার পার ॥৬
রাধিকারে নিব আহ্মে যমুনার পার।
এথাঁ করিবোঁ কাহ্ন কোণ পরকার ॥৭
সরূপ করিআঁ কাহ্ন কহ মোর থানে।
তবেঁ রাধিকারে আণো হরষিত মনে ॥৮
যমুনার পথে আহ্মে ভার সজাইআঁ।
থাকিব পথের মাঝে মজুরিআ হআঁ ॥৯
রাধিকারে বুলিহ বিবিধ পরকার।
সে যেহ্ন আহ্মাক বহাএ দধিভার ॥১০
ভাল বুইলেঁ কাহ্নাঞিঁ চল তোহ্মে ঝাটেঁ।
আহ্মে রাধা লআঁ যাইউ মথুরার হাটে ॥১১
এহি পরকারেঁ তোর পুরিব আশে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥১২
(২)
গুজ্জরীরাগঃ ॥ যতিঃ॥
সব সখিজন মেলি বড়ায়ির ঠায়ি।
বিনয় করিআঁ বোলে চন্দ্রাবলী রাহী॥
সেমনে লইআঁ যাহা যমুনার পার।
যেহ্ন লাগ না পাএ কাহ্নাঞিঁ আহ্মার ॥১
সাসুড়ীর বোল সুনি ডরায়িলী রাহী।
পসার সজাআঁ লৈল ঘৃত ঘোল দহী ।ধ্রু
দধি বিকে মথুরা নগরী জাএ রাধা।
এবার পন্থত কেহো না কৈল বাধা॥
হরিষেঁ পাইল রাধা যমুনার পার।
আতি বড় শ্রম পাআঁ নাম্বায়িল পসার ॥২
সাবধানে সুন বড়ায়ি বচন আহ্মার।
বহিতেঁ না পারোঁ এহা গরুঅ পসার॥
শরতে সমএ রৌদ্র সহিতেঁ না পারী।
এভোঁ বড় দূর আছে মথুরা নগরী॥৩
এক মজূরিআ আন বহু দধিভার।
দুঈ ভাগ করি লঊ আহ্মার পসার॥
তবেসিঁ চলিতেঁ পারোঁ মথুরা নগর।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর ॥৪
(৩)
মাহারঠারাগঃ ॥ দ্রুতমান ॥ একতালী॥
চামড় কাঠের বাঁহুক যোড়িআঁ
তেরছ কৈল সীকা।
আগেঁ বড়ায়ি জাএ পাছে ভার বহে কাহ্ন
মাঝ রাধিকা জাএ বিকা ॥১
লড়িলা জনার্দ্দন কান্ধে লআঁ ভার
দধি বিকে মথুরার রাজে।
দেখি সব দেবাগন খলখলি হাসে ল
পাপে মজিলা দেবরাজে ॥ধ্রু
সোনার ভাণ্ডে দধি দুধ সজাইআঁ
রূপার ভাণ্ডে সজাইল ঘী।
সে ভার দেব বনমালী বহে ল
উলসিলী গোআলার ঝী ॥২
ভার লআঁ জায়িতেঁ পসার টলিআঁ গেল
ছাড়ায়িল কিছু দুধ দহী।
সোনার রূপার ভাণ্ড তেরছ হৈল ল
দেখি বুকে ঘাঅ দিল রাহী ॥৩
লাজ পাআঁ কাহ্নাঞিঁ ভার এড়িআঁ মিল
দেখি সব সখিগণ হাসে।
বাসলীচরণ শিরে বন্দীআঁ
গাইল বড়ু চণ্ডীদাসে ॥৪
(৪)
রামগিরীরাগঃ ॥ আঠতালা
বচসো ভরণাদ্বৃদ্ধে তবায়ম্ভাবিকঃ কুতঃ।
ইদানীং নাশিতন্তেন দধ্যাদি করবাম কিং॥
মো যবেঁ জানিবোঁ কাহ্নাঞিঁ পেলাইব ভার।
তবেঁ কেহ্নে দিবোঁ তারে গরুঅ পসার॥
বহুমূল পসার করিআঁ ছারখার।
পাঞ্চ দুর্গতি কাহ্ন করিল আহ্মার ॥১
এহে কি লআঁ জাইবোঁ হাত আগ হে বড়ায়ি।
অখণ্ড পসার নঠ করিল কাহ্নাঞিঁ ॥ধ্রু
বিথর করী সজাইলোঁ ঘৃত ঘোল দহী।
বাধা নাহিঁ দিল কেহো গোআলিনী সহী ॥
কি বুধি করিবোঁ বড়োয়ি কোণ পরকার।
কেহ্নমতেঁ সজ হউ দধির পসার ॥২
আপণে যাচিআঁ কাহ্নাঞিঁ লৈল দধিভার।
তাহাত লাগিআঁ ভারী না ধরিলোঁ আর॥
এবেঁ সজ করু কাহ্ন আপণে পসার।
আপণা চিহ্নিআঁ ভার লঊ আর বার ।৩
যেই দধি দুধ ঘৃত ভাণ্ডত আছএ।
পসার সাজিতেঁ তেএঁ কাহ্নূক জুআএ॥
আপণে বুঝাহ বড়ায়ি নান্দের নন্দনে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে॥৪
(৫)
মল্লাররাগঃ ॥ রূপকং॥
বিধাতাএঁ হেন মোর লিখিল কপালে।
কলঙ্ক থুয়িল জাঅ চন্দ্র দিবাকরে॥
তোহ্মার কারণে রাধা কৈলোঁ আবতার।
সুখেঁ রাজ করে কংস আহ্মে বহী ভার ॥১
আগেঁ আগেঁ বড়ায়ি জাঊ মাঝেঁ জায় রাহী।
পাছেঁ ভার লআঁ জাঊ সুন্দর কাহ্নাঞিঁ ॥ধ্রু
তোর বোলেঁ ভার বহে রাধা বনমালী।
আজী লাজক দিআ তিনাঞ্জলী ॥
হেন কাম কৈল রাধা তোহ্মার কারণে।
সুদৃঢ় থাকিএ এহো তোহ্মার মণে ॥২
দধিভার লআঁ আহ্মে জাইব বাটে বাটে।
মোর পাণে চাহে যত লোক জাএ বাটে ॥
কি কৈলৈঁ কি কৈলেঁ রাধা বড় পায়িলোঁ লাজ।
ভার বহায় কি কারণে দেবরাজ ॥৩
মথুরা নিকটে নাম্বায়িআঁ দধিভার।
কাহ্নাঞিঁ বুইল চাহী বদন রাধার ॥
ভার বহিল এবেঁ দেহ আলিঙ্গন।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ॥৪