০৪. নৌকাখণ্ড

                                           (১)
                           মালবরাগঃ ॥ রূপকং ॥ লগনী চিত্রকং ॥

                                      রাধারতিরসন্যস্তমনাঃ কৃষ্ণো মনাগপি। 
                                      গতিমাতন্য নু ক্বাপি জগাদ জরতীং চিরাৎ॥
                                      রাধাক না পাআঁ মোর বেআকুল মনে।
                                      রাতি দিন নিন্দ না আইসে তাহার কারণে ॥১
                                      উনমত ভৈলোঁ বড়ায়ি রাধার বিরহে।
                                      তার দরশন বিণি প্রাণ না রহে ॥২
                                      আইহনের রাণী রাধা বড় আছিদরী।
                                      বোলেঁ চালেঁ তোর থান আণিতেঁ না পারী ॥৩
                                      আপণেয়ি কিছু বোল বুদ্ধি পরকার।
                                      সেহি মতেঁ করিবোঁ তোহ্মার উপকার ॥৪
                                      আহ্মা হেতু রাধিকারে বুলিহ কপটে।
                                      দধি দুধ বিচি নিআঁ মথুরার হাটে ॥৫
                                      এবার তোহ্মাক লআঁ যাইব আন পথে॥
                                      তবেঁ না পড়িব রাধা কাহ্নাঞিঁ র হাথে ॥৬
                                      তোহ্মার বচন মোর লাগিল হৃদয়ে।
                                      উপসন্ন হৈল হের বরিষা সমএ॥৭
                                      আহ্মা রাধা লআঁ যাইব মথুরার হাটে।
                                      নাঅ লআঁ থাক তোহ্মে যমুনার ঘাটে॥৮
                                      তোহ্মার বচনে আহ্মে হরষিত মনে।
                                      নাঅ বান্ধিতেঁ গিআঁ করিঊ যতনে ॥৯
                                      গাছ চাহিতেঁ আহ্মে জাইএ বৃন্দাবনে।
                                      গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে॥১০

                                                 (২)
                               রামগিরীরাগঃ ॥ রূপকং ॥

                                     আগু জাএ বড়ায়ি হাথত করী লড়ী।
                                     পাছে গোআলিনী নৈল দধির চুপড়ী ॥
                                     ধিরে ধিরে যাএ বড়ায়ি যমুনার ঘাটে।
                                     যাত কাহ্ন মাহাদানী তেজিআঁ সে বাটে॥১
                                     সব গোআলিনী যাএ বড়ায়ির সঙ্গে।
                                     লাস হাস পরিহাস করি নানা রঙ্গে ॥ধ্রু
                                     ষোল শত গোপীজন করি কোলাহল।
                                     জায়িতেঁ হরষিত মণে গায়িতেঁ মঙ্গল॥
                                     বড়ায়ির মুখ চাহি সব সখি গোআলিনী।
                                     মথুরা লড়িলী বড়ায়ি হআঁ আগুআনী ॥২
                                     কথো খনে গিআঁ যমুনার ঘাট পাইল।
                                     সহ্মেই যমুনাঘাটে পসার নাম্বায়িল॥
                                     সহ্মাঞিঁ যুগতি করি পুছিল বড়ায়ি।
                                     পারকর মথুরাক ঘাটোআল কহী ॥৩
                                     বুলিতেঁ লাগিলী বড়ায়ি শুন ল নাতিনী।
                                     হোর আছে ঘাটোআল লআঁ নাঅখানী॥
                                     ডাক দেহ চন্দ্রাবলী চিত্তের হরিষে।
                                     বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে॥৪

                                                 (৩)

                           পাহাড়ীআরাগঃ ॥ প্রকীণ্ণক লগনী ॥ লঘুশেখরঃ ॥

                                    বোলেন্ত কাহ্নাঞিঁ নাঅ কুলত চাপাআঁ।
                                    আইস সব গোআলিনী নাএ চড়সিআঁ ॥১
                                    যমুনা দেখিআঁ মনে ডরায়িলী রাহী।
                                    বুইল পার কর আগু মোর সব সহী ॥২
                                    পাঞ্চ গুটী পাট নাঅ গঢ়ন আহ্মার।
                                    একেঁ একেঁ সব সখি করি তোর পার ॥৩
                                    দধি দুধ লআঁ যাব মথুরা নগর।
                                    সাবধানে সব সখি ঝাঁট কর পার ॥৪
                                    রাধার বচনে কাহ্নাঞিঁ হরষিত মনে।
                                    ঝাঁট পার করায়িল সব সখিগণে ॥৫
                                    সঙ্গে বড়ায়ি করী বোলে গোআলিনী।
                                    ঝাঁট পার কর বড়ায়ি খর বড় পাণী ।৬
                                    তীন ভরা না সহে নাখানী আহ্মার।
                                    কেনমনে বড়ায়ি লআঁ রাখা হৈবেঁ পার ॥৭
                                    এ বচন শুণী রাধা মন কৈল সার।
                                    বুইল ঘাটিআল আগু বড়ায়ি কর পার ॥৮
                                    নাঅত চড়িল যবেঁ একলী বড়ায়ি।
                                    মনের উল্লাসে পার করিল কাহ্নাঞিঁ ॥৯
                                    পাছে পার হয়িতেঁ রাধিকারে বড় ডর।
                                    গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর ॥১০

                                           (৪)
                              বেলাবলীরাগঃ ॥লঘুশেখরঃ ॥

                                     পাঞ্চ পাটে নাখানী আহ্মার॥
                                     আপণেই ধরিলোঁ কাঁঢ়ার॥
                                     ভরা দিআঁ দধির পসার।
                                     যাইতেঁ চাহ যমুনার পার ॥১
                                     হের সুন বচন আহ্মার।
                                     বিণি কড়ীএঁ না করোঁ মো পার ॥ধ্রু
                                     তোর বোঁলে সব সখিজনে।
                                     পার কইলোঁ হআঁ সাবধানে॥
                                     যবেঁ তোহ্মা করিবোঁ মো পার।
                                     বান্ধা দেহ সাতেসরী হার ॥২
                                     দেখিআঁ তোহ্মার মুখচান্দে॥
                                     যমুনাত পাতিলোঁ মো ফান্দে॥
                                     এবেঁ বোল সরস বচনে।
                                     তবেঁ পার করিবোঁ এখণে ॥৩
                                     তোহ্মাত মজিল মোর মনে।
                                     ভিড়ি দেহ আলিঙ্গন দানে॥
                                     তাত মোর বড় পতিআশে।
                                     গাইল বড়ু চণ্ডীদাসে॥৪

                                      (৫)
                               পাহাড়ীআরাগঃ ॥ ক্রীড়া ॥

                                           নাঅবাহিআঁ যমুনাজল বিশাল এ।
                                   সরস বচন করি         মান শৃঙ্গার
                                           বচন আহ্মার পাল এ ॥১
                                   ঘাটে ঘাঠিআল          তেজ নাগরাল
                                           কিসক করহ কচালে।
                                   পার কর মোর           দধির পসার
                                           মখুরা যাইব সকালে ॥২
                                   পুন্য নদী কূলে          পাপ ঘোসসী
                                           এ তোর কমণ আচার এ।
                                   পরার তিরীক           করসি পরিহাস
                                           না জান ধর্ম্ম বিচার এ ॥৩
                                   মদন বাণে              দেহ বিদগধ
                                           কি মোর নদী কূল য়ে।
                                   পাপ পুণ্য রাধা        দুই না মানিআঁ
                                          ধরিবোঁ তোহ্মাক বলে এ ॥৪
                                   ধরিবি বলে            মরিবোঁ হেলে
                                          ঝাঁপ দিআঁ যমুনাএ য়ে।
                                   বাত বরুণ             সুরুজ সাখি
                                          এ বধ দিবোঁ তোহ্মায়ে এ ॥৫
                                   কেলি করিতেঁ পরি-    হাস মরণ ইছসি
                                          এ তোর কমণ বেভার এ।
                                   উচিত ঘাট দান         দেহ ল রাধা
                                          করিবোঁ যমুনাত পার এ ॥৬
                                   এতেক সখিজন          পার কইলেঁ
                                         কৌড়ী নীলেঁ তাহার য়ে।
                                   আহ্মার থানত            দাম চাহসি
                                         নিলজ বাপ তোহ্মার এ ॥৭
                                   সহ্মার বন্ধক             রাখিলোঁ তোহ্মাক
                                         পুরহ আহ্মার আসএ।
                                   বাসলীচরণ            শিরে বন্দীআঁ
                                         গাইল বড়ু চণ্ডীদাস এ ॥৮

                                      (৬)
                         পাহাড়ীআরাগঃ ॥ প্রকীণ্ণ ॥ লগনী ॥ একতালী॥

                                     বচনেক বোলোঁ শুন চন্দ্রাবলী রাণী।
                                     যাবত পবনে ঢেউ নাহিঁ বান্ধে পাণী ॥১
                                     তাবত তোহ্মাক পার করোঁ না বাহিআঁ
                                     দধির পসার নাএ চড়াহ আসিআঁ ॥২
                                     আহ্মাক ছাড়িআঁ পার সব সখি গেলা।
                                     হাট উখুড়িবে প্রচুর ভৈল বেলা ॥৩
                                     হেন গুণী মনত চঢ়িলী রাধা নাএ।
                                     দধির চুপড়ী রাধা থুইল ডহরাএ ॥৪
                                     না জাণিআঁ তত্ব চঢ়িতেঁ বুইলোঁ নাএ।
                                     হেন ভাঙ্গা নাএ চঢ়িতে না জুআএ ॥৫
                                     এভোঁহো সুন্দরি রাধা মনে কর সার।
                                     ও পার জাইবেঁ কিবা থাকিবেঁ এ পার ॥৬
                                     ঝাঝর নাঅ মাঝত লএ পাণী।
                                     হেন নাঅ তোহ্মার বচনে চক্রপাণী ॥৭
                                     একলী চঢ়িলোঁ আর নাম্বায়িলোঁ পসার।
                                     আতি সাবধানে কাহ্নাঞিঁ কর মোরে পার ॥৮
                                     আহ্মার বচন শুন আইহনের রাণী॥
                                     বুম্বুকে উথলে জল ঝাটঁ মার পাণী ॥৯
                                     সত্বর হআঁ রাহি থাক মাঝনাএ।
                                     এখনে করিবোঁ পার নাহিঁ কিছু ভএ ॥১০
                                     মাঝযমুনাত বড় বাত ভআঁ গেল।
                                     পর্ব্বত সমান ঢেউ নাঅত লাগিল ॥১১
                                     বাহা বাহা করি তবেঁ রাধিকা ফুকরে।
                                     বারেক কর মোর পরাণ উদ্ধারে ॥১২
                                     আকাস পরসি যবেঁ ঢেউ আইসে।
                                     রাধার বদন চাহাঁ কাহ্নাঞিঁ হাসে ॥১৩
                                     কি বুধি করিবেঁ রাধা কোণ পরকার।
                                     মাঝযমুনাত নাঅ না চলে আহ্মার॥
                                     না জাণো দিশ বিদিশ লাগে বড় ডরে।
                                     তিরীবধ দিবোঁ কাহ্নাঞিঁ তোহ্মার উপরে ।১৫
                                     দশনেত তৃন করি  বোলোঁ মো তোহ্মারে।
                                     যেই চাহ সেহি দিবোঁ কর মোরে পারে ॥১৬
                                     সাবধান হআঁ মোর বোল শুণ রাহী।
                                     তোহ্মে আহ্মে আছি এথাঁ আর কেহো নাহী ॥১৭
                                     দুতরে তারিবোঁ তোক না করিহ ডর।
                                     সরস শৃঙ্গার দেহ নাএর ভিতর ॥১৮
                                     ধারেঁ ঝরেঁ রাধিকার নয়নের পাণী।
                                     আধিক করুণা করে চন্দ্রাবলী রাণী ॥১৯
                                     কাহ্নের বচনে রাধা পড়িলী তরাসে।
                                     বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥২০
                                                    -----
                                     কৃষ্ণস্য বাচমাচম্য রাধা দরভয়াতুরা।
                                     তত্যাজ যমুনানীরে ভূষণং বসন বসনন্তনোঃ॥

                                        (৭)
                             ভাঠিআলীরাগঃ ॥লঘুশেখরঃ ॥ দণ্ডকঃ॥

                                     যবেঁ রাধা গোআলিনী পাতল কৈল গাএ।
                                                                     হেহে লহে।
                                     তবেঁ হিঅ বুলী কাহ্ন বাহে নাএ॥
                                                              হেহে লহে লহে॥১
                                     আকাশের তারা যেন ছুটি গেল নাএ।
                                     আকাশের তারা যেন ছুটি গেল নাএ।
                                     অধ নদী গেলেঁ পুণি বহে খর বাএ ॥২
                                     রাধাএঁ বুলিল কাহ্ন ঝাঁট বাহি যা।
                                     ঢেঊ দেখি মোর হালে সব গা॥৩
                                     দুতরত পার কর একবার কাহ্ন।
                                     পার হৈলেঁ তোর বোল না করিবোঁ আন ॥৪
                                     নাঅ টলবলাএ আধিকে দামোদর।
                                     দুগুন বাঢ়িল রাধিকার মণে ডর ॥৫
                                     কাহ্নের মনত ভৈল মদনবিকার।
                                     ছল করি টালিলেক রাধার পসার ॥৬
                                     তখন ছাড়ায়িল ঘৃত দধি ঘোল।
                                     ডর পায়ি রাধা কাহ্নাঞিঁকে মাঙ্গে কোল ॥৭
                                     কোলে কর কাহ্নাঞিঁ বড়ায়ি জুনী জাণে।
                                     বড়ায়ি জাণিলে জাণে কংস আইহনে ॥৮
                                     এ বোল সুণিআঁ কাহ্নাঞিঁ মনের হরিষে।
                                     নাঅ ডুবায়িআঁ রাধা কোলে করি ভাষে ॥৯
                                     আলিঙ্গন পাইল কাহ্নাঞিঁ রাধার তরাসে।
                                     বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥১০
Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *