বৃন্দাবনের স্তোত্র ‘মধুরাষ্টকম্’
অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরম্।
হৃদয়ং মধুরং গমনং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্।।১।।
বচনং মধুরং চরিতং মধুরং বসনং মধুরং বলিতং মধুরম্।
চরিতং মধুরং ভ্রমিতং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্।।২।।
বেণুর্মধুরো রেণুর্মধুরঃ পাণির্মধুরঃ পাদৌ মধুরৌ।
নৃত্যং মধুরং সখ্যং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্।।৩।।
গীতং মধুরং পীতং মধুরং ভুক্তং মধুরং সুপ্তং মধুরম্।
রূপং মধুরং তিলকং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্।।৪।।
করণং মধুরং তরণং মধুরং হরণং মধুরং রমণং মধুরম্।
বমিতং মধুরং শমিতং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্।।৫।।
গুঞ্জা মধুরা মালা মধুরা যমুনা মধুরা বীচী মধুরা।
সলিলং মধুরং কমলং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্।।৬।।
গোপী মধুরা লীলা মধুরা যুক্তং মধুরং মুক্তং মধুরম্।
দৃষ্টং মধুরং শিষ্টং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্।।৭।।
গোপা মধুরা গাবো মধুরা যষ্টির্মধুরা সৃষ্টির্মধুরা।
দলিতং মদুরং ফলিতং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্।।৮।।
ইতি শ্রীমদ্বল্লমাভাচার্যকৃতং মধুরাষ্টকং সম্পূর্ণম্।
বঙ্গার্থ : শ্রীমধুরাধিপতির সবকিছুই মধুর। তাঁর অধর মধুর, মুখ মধুর, নয়ন মধুর, হাস্য মধুর, হৃদয় মধুর এবং গমনও অতি মধুর।।১।।
তাঁর বাক্য মধুর, চরিত্র মধুর, বসন মধুর, অঙ্গভঙ্গী মধুর, চলন মধুর এবং ভ্রমণও মধুর; শ্রীমধুরাধিপতির সব কিছুই মধুর।।২।।
তাঁর বেণু মধুর, চরণরেণু মধুর, করকমল মধুর, চরণ মধুর, নৃত্য মধুর এবং সখ্যও অতি মধুর; শ্রীমধুরাধিপতির সব কিছুই মধুর।।৩।।
তাঁর গান মধুর, পান মধুর, ভোজন মধুর, নিদ্রা মধুর, রূপ মধুর এবং তিলকও অতি মধুর; শ্রীমধুরাধিপতির সব কিছুই মধুর।।৪।।
তাঁর কর্ম মধুর, সন্তরণ মধুর, হরণ মধুর, রমণ মধুর, উদগার মধুর এবং শান্তিও অত্যন্ত মধুর, শ্রীমধুরাধিপতির সব কিছুই মধুর।।৫।।
তাঁর গুঞ্জা মধুর, মালা মধুর, যমুনা মধুর, তার তরঙ্গরাজিও মধুর, তার জল মধুর এবং কমলও অতি মধুর; শ্রীমধুরাধিপতির সব কিছুই মধুর।।৬।।
গোপিনীরা মধুর, তাঁদের লীলা মধুর, তাঁদের সঙ্গ মধুর, বিরহ মধুর, নিরীক্ষণ মধুর এবং শিষ্টাচারও মধুর; শ্রীমধুরাধিপতির সব কিছুই মধুর।।৭।।
গোপ মধুর, গাভীগণ মধুর, যষ্টি মধুর, সৃষ্টি মধুর, দলন মধুর এবং তার ফলও অত্যন্ত মধুর; শ্রীমধুরাধিপতির সব কিছুই মধুর।।৮।।