পরাজয়-সঙ্গীত

    ভালো করে যুঝিলি নে , হল তোরি পরাজয় -- 
    কী আর ভাবিতেছিস , ম্রিয়মাণ , হা হৃদয় ! 
              কাঁদ্ তুই , কাঁদ্ , হেথা আয় ,   
              একা বসে বিজনে বিদেশে । 
              জানিতাম জানিতাম হা রে 
             এমনি ঘটিবে অবশেষে । 
  
  
    সংসারে যাহারা ছিল সকলেই জয়ী হল , 
              তোরি শুধু হল পরাজয় -- 
  প্রতি রণে প্রতি পদে একে একে ছেড়ে দিলি 
          জীবনের রাজ্য সমুদয় । 
           যতবার প্রতি জ্ঞা করিলি 
           ততবার পড়িল টুটিয়া , 
          ছিন্ন আশা বাঁধিয়া তুলিলি 
          বার বার পড়িল লুটিয়া । 
         “ সান্ত্বনা সান্ত্বনা” করি ফিরি 
          সান্ত্বনা কি মিলিল রে মন ? 
          জুড়াইতে ক্ষত বক্ষঃস্থল 
             ইচ্ছা , সাধ , আশা যাহা ছিল 
           অদৃষ্ট সকলি লুটে নিল । 
  
  
    মনে হইতেছে আজি        জীবন হারায়ে গেছে , 
                মরণ হারায়ে গেছে হায় ! 
    কে জানে এ কী এ ভাব ? শূন্যপানে চেয়ে আছি 
                মৃত্যুহীন মরণের প্রায় । 
    পরাজিত এ হৃদয়       জীবনের দুর্গ মম 
                 মরণে করিল সমর্পণ , 
                তাই আজ জীবনে মরণ ! 
    জাগ্ জাগ্ জাগ্ ওরে ,   গ্রাসিতে এসেছে তোরে 
                নিদারুণ শূন্যতার ছায়া , 
                আকাশ - গরাসী তার কায়া । 
     গেল তোর চন্দ্র সূর্য , গেল তোর গ্রহ তারা , 
                গেল , তোর আত্ম আর পর । 
                এই বেলা প্রাণপণ কর্ । 
                এইবেলা ফিরে দাঁড়া তুই , 
                স্রোতোমুখে ভাসিস নে আর । 
                যাহা পাস আঁকড়িয়া ধর্ -- 
                সম্মুখে অসীম পারাবার , 
                সম্মুখেতে চির অমানিশি , 
                 সম্মুখেতে মরণ বিনাশ ! 
                গেল , গেল , বুঝি নিয়ে গেল 
                আবর্ত করিল বুঝি গ্রাস !   
Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *