আশার নৈরাশ্য

       ওরে আশা , কেন তোর হেন দীনবেশ !
নিরাশারই মতো যেন      বিষণ্ন বদন কেন --
            যেন অতি সংগোপনে
              যেন অতি সন্তর্পণে
      অতি ভয়ে ভয়ে প্রাণে করিস প্রবেশ ।
      ফিরিবি কি প্রবেশিবি ভাবিয়া না পাস ,
      কেন , আশা , কেন তোর কিসের তরাস । 

আজ আসিয়াছ দিতে যে সুখ - আশ্বাস ,
       নিজে তাহা কর না বিশ্বাস ,
          তাই হেন মৃদু গতি ,
       তাই উঠিতেছে ধীরে দুখের নিশ্বাস ।
বসিয়া মরমস্থলে      কহিছ চোখের জলে --
       “ বুঝি হেন দিন রহিবে না ,
       আজ যাবে , আসিবে তো কাল ,
        দুঃখ যাবে , ঘুচিবে যাতনা । ”
কেন , আশা , মোরে কেন হেন প্রতারণা ।
       দুঃখক্লেশে আমি কি ডরাই ,
       আমি কি তাদেব চিনি নাই ।
       তারা সবে আমারি কি নয় ।
       তবে , আশা , কেন এত ভয় ।
       তবে কেন বসি মোর পাশ
       মোরে , আশা , দিতেছ আশ্বাস । 

       বলো , আশা , বসি মোর চিতে ,
       “ আরো দুঃখ   হইবে বহিতে ,
হৃদয়ের যে প্রদেশ          হয়েছিল ভস্মশেষ
       আর যারে হত না সহিতে ,
       আবার নূতন প্রাণ পেয়ে
       সেও পুন থাকিবে দহিতে ।
              করিয়ো না ভয় ,
       দুঃখ - জ্বালা আমারি কি নয় ?
       তবে কেন হেন ম্লান মুখ
       তবে কেন হেন দীন বেশ ?
       তবে কেন এত ভয়ে ভয়ে
       এ হৃদয়ে করিস প্রবেশ ?
Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *