উপহার

      ভুলে গেছি কবে তুমি     ছেলেবেলা একদিন 
                   মরমের কাছে এসেছিলে , 
    স্নেহময় ছায়াময়                   সন্ধ্যাসম আঁখি মেলি 
                   একবার বুঝি হেসেছিলে । 
  
     বুঝি গো সন্ধ্যার কাছে শিখেছে সন্ধ্যার মায়া 
                      ওই আঁখি দুটি -- 
  চাহিলে হৃদয়পানে                  মরমেতে পড়ে ছায়া , 
                      তারা উঠে ফুটি । 
  
আগে কে জানিত বলো             কত কী লুকানো ছিল 
                          হৃদয়নিভৃতে , 
  তোমার নয়ন দিয়া                  আমার নিজের হিয়া 
                       পাইনু দেখিতে । 
  
কখনো গাও নি তুমি                  কেবল নীরবে রহি 
                        শিখায়েছ গান -- 
স্ববপ্নময় শান্তিময়                     পূরবীরাগিনী - তানে 
                        বাঁধিয়াছ প্রাণ । 
  আকাশের পানে চাই ,                  সেই সুরে গান গাই 
                         একেলা বসিয়া । 
একে একে সুরগুলি ,                     অনন্তে হারায়ে যায় 
                        আঁধারে পশিয়া । 
  
              বলো দেখি কতদিন     
                          আস নি এ শূন্য প্রাণে । 
                      বলো দেখি কতদিন     
                          চাও নি হৃদয়পানে , 
                      বলো দেখি কতদিন    
                        শোনো নি এ মোর গান -- 
                     তবে সখী গান - গাওয়া   
                         হল বুঝি অবসান । 
  
   যে রাগ শিখায়েছিলে              সে কি আমি গেছি ভুলে ? 
                     তার সাথে মিলিছে না সুর ? 
   তাই কি আস না প্রাণে ,             তাই কি শোন না গান -- 
                       তাই সখী , রয়েছ কি দূর ? 
  
                             ভালো সখী , আবার শিখাও , 
                             আরবার মুখপানে চাও , 
                             একবার ফেলো অশ্রুজল , 
                             আঁখিপানে দুটি আঁখি তুলি । 
            তা হলে পুরানো সুর                 আবার পড়িবে মনে , 
                             আর কভু যাইব না ভুলি । 
  
          সেই পুরাতন চোখে                মাঝে মাঝে চেয়ো সখী , 
                              উজলিয়া স্মৃতির মন্দির । 
          এই পুরাতন প্রাণে                  মাঝে মাঝে এসো সখী , 
                            শূন্য আছে প্রাণের কুটির । 
                            নহিলে আঁধার মেঘরাশি 
                            হৃদয়ের আলোক নিবাবে , 
                             একে একে ভুলে যাব সুর , 
                            গান গাওয়া সাঙ্গ হয়ে যাবে ।
Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *