কশ্যপ ও বিনতার পুত্র । বিনতার ভগিনী,কশ্যপের অপর পত্নী কদ্রু কশ্যপের কাছে বর প্রার্থনা করেছিলেন যে,ওঁর সম-শক্তিধর এক হাজার নাগ (সাপ) সন্তান হোক। বিনতা সেই শুনে কশ্যপের কাছে বর চান দুটি পুত্রের জন্য,তবে তারা যেন কদ্রুর সন্তানের থেকে বেশি বলশালী হয়। কদ্রুর সন্তান হবার পরও নিজের সন্তান হচ্ছে না বলে বিনতা গর্ভভেদ করে দেখেন যে,একটি সন্তানের উপরের অংশ মাত্র সুগঠিত হয়েছে। সেই পক্ষী সন্তান,অরুণ,মায়ের এই অধৈর্য আচরণে বিরক্ত হয়ে মাকে পঞ্চাশ বছর কদ্রুর দাসী হয়ে থাকতে হবে বলে অভিশাপ দিয়ে আকাশে চলে যান সুর্যদেবের সারথি হবার জন্য।