বসুষেণের (কর্ণ) পালক-পিতা। সূতবংশীয় (তন্তুবায় – যাঁরা প্রাচীন ভারতে তাঁত বুনে জীবিকা পালন করতেন) অধিরথ ও তাঁর স্ত্রী রাধা কুন্তির পরিত্যক্ত কানীন (কুমারী অবস্থায় জাত) পুত্র কর্ণকে জল থেকে উদ্ধার করে পরম সনেহে বড় করেন। কর্ণ নিজের আসল পরিচয় জানার পরেও নিজেকে সূতপুএ বা রাধেয় বলে পরিচয় দিতেন।