কাশীরাজের তৃতীয়া কন্যা ও বিচিত্রবীর্যের পত্নী। বিচিত্রবীর্যের অকাল মৃত্যু হলে,বংশ রক্ষার্থে শ্বাশুড়ি সত্যবতীর ইচ্ছায় সত্যবতীর কানীন পুত্র ব্যাসদেবের সঙ্গে মিলিত হয়ে গর্ভবতী হন। কিন্তু মিলনের সময়ে ব্যাসদেবের কুত্সিত রূপ গন্ধ ও বেশ দেখে অম্বালিকা ভয়ে পাণ্ডুর হয়ে যান। ফলে উনি পাণ্ডুর বর্ণের একটি পুত্রের জন্ম দেন, যার জন্য সেই পুত্রের নাম হয় পাণ্ডু। এই পাণ্ডুই হস্তিনাপুরের রাজা হন। পাণ্ডুর মৃত্যুর পর অম্বালিকা তাঁর ভগিনী অম্বিকা ও শাশুড়ি সত্যবতীর সঙ্গে বনে গিয়ে তপস্যান্তে দেহত্যাগ করেন।