অপ্সরা। অদ্রিকা যখন শাপুগ্রস্থা হয়ে মৎসরূপে নদীতে বিচরণ করছিলেন, তখন দৈবচক্রে বসুরাজের স্খলিত শুক্র পান করে তিনি গর্ভবতী হন। এক মৎসজীবির হাতে ধরা পড়ে অদ্রিকা গর্ভধান করেন এবং মুক্তি পেয়ে স্বর্গে ফিরে যান। প্রসঙ্গত মৎসজীবি পালিতা অদ্রিকার এই কন্যা সত্যবতীই পঞ্চপাণ্ডব ও দুর্যোধন-ভ্রাতাদের প্রপিতামহী।