বোম্বাইয়ের বোম্বেটে – সত্যজিৎ রায়
প্রথম সংস্করণ: জানুয়ারি ২০০৪
প্রচ্ছদ ও অঙ্গসজ্জা: সন্দীপ রায়
.
ভূমিকা
চব্বিশ বছর পর ফেলুদা ফের বড় পর্দায় ফিরে এল। এই বিশেষ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত হল ‘বোম্বাইয়ের বোম্বেটে’-র এক স্পেশাল ফিল্ম এডিশন। ‘সোনার কেল্লা’-র সময়ও কিন্তু এই একই ব্যাপার ঘটেছিল। ছবিটি মুক্তি পাবার পর বইয়ের পুরনো মলাট বাতিল করে সে-জায়গায় একটি ফিল্মের স্টিল ব্যবহার করা হয়। ‘…বোম্বেটে’-র কথা অবিশ্যি আলাদা, কারণ ওই নামে ফেলুদার কোনও বই নেই। ‘ফেলুদা এন্ড কোং’-এ জোড়া-ফেলুদা হিসেবে সেটা বেরোয় ‘গোঁসাইপুর সরগরম’-এর সঙ্গে। ‘সোনার কেল্লা’-র মতো এই এডিশনেও মূল গল্প আর বাবার করা ইলাসট্রেশন অপরিবর্তিত থাকলেও, এর বাড়তি আকর্ষণ হল বন্ধুবর হীরক সেনের তোলা ফিল্ম ও ফিল্ম শুটিং-এর এক গুচ্ছ ছবি আর পাবলিসিটির জন্য তৈরি করা কিছু বাছাই পোস্টার, হোর্ডিং ও কাগজের বিজ্ঞাপনের প্রতিলিপি।
সন্দীপ রায়
Leave a Reply