দুয়ে শূন্য বিষ – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
দুয়ে শূন্য বিষ – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
প্রথম প্রকাশ : বইমেলা, জানুয়ারি ২০১৯, মাঘ ১৪২৫
.
উৎসর্গ
মঙ্গলকোটের
তুহিনা সুলতানা
কল্যাণীয়াসু
.
ভূমিকা
সেক্স এবং ক্রাইম এই দুইয়ের মধ্যে অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। সেদিকে নজর রেখেই আমার এই কাহিনির বিন্যাস।
অপরাধ প্রবণতা কিছু মানুষের মধ্যে দিনের পর দিন বেড়েই চলেছে। অবস্থা এমনই যে তার সব কিছুই এখন প্রশাসনের নাগালের বাইরে। কাগজ খুললেই এমন সব ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাই যা আমাদের ধ্যান—ধারণারও বাইরে। তারই প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার এই লেখার মাধ্যমে। আমার অন্যান্য লেখার সঙ্গে যাঁরা পরিচিত তাঁদের কাছে এটি একটি ব্যতিক্রমী গ্রন্থ বলে মনে হবে। তবু দেখাই যাক না এই ধরনের লেখার ক্ষেত্রেও পাঠকরা আমাকে মেনে নেন কিনা।
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
কলকাতা বইমেলা
২০১৯
Leave a Reply