উপন্যাস সমগ্র ১ – মঞ্জিল সেন
প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২০
সম্পাদনা : রঞ্জন মুখোপাধ্যায়
সংকলন : সুশান্ত রায়চৌধুরী
ভূমিকা
শিশু সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক মঞ্জিল সেন (১৯২৬-২০১৬) তাঁর দীর্ঘ জীবনপথ পরিক্রমায় সাহিত্যচর্চায় মনোনিবেশ করেছিলেন প্রারম্ভিকভাবে বড়োদের জন্যই।
শৈশব থেকে তাঁর রহস্য রোমাঞ্চ গল্পের পাঠ নেওয়ার ঝোঁক ছিল। সেই ঝোঁক থেকে প্রথম তাঁর লেখনীর যাত্রারম্ভ হয় মাসিক রহস্য পত্রিকা, ক্রাইম, রোমাঞ্চ ইত্যাদিতে বড়োদের জন্য রহস্য গল্প লিখেই। সেসব পত্রিকায় লিখতে লিখতে তিনি পরিচিতি অর্জন করেন পাঠকসমাজে, তবে মাঝেমধ্যে ছোটোদের পত্রিকাতেও গল্প-কবিতা লিখতেন। ১৯৬১-তে সত্যজিৎ রায় বন্ধ হয়ে যাওয়া ‘সন্দেশ’ পত্রিকা পুনঃপ্রকাশ আরম্ভ করার বেশ কিছুকাল পর ১৯৭২ সাল থেকে মঞ্জিল সেন সেখানে লিখতে শুরু করেন। ‘সন্দেশ’ কেন্দ্রিক শিশুসাহিত্যিকদের যে পরিমণ্ডল সেসময় গড়ে উঠেছিল সেই পরিমণ্ডলে সক্রিয় লেখকরূপে মঞ্জিল সেন যোগ দেওয়ার সঙ্গেসঙ্গে কিশোর সাহিত্যের সঙ্গে তাঁর অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে ওঠে। তাঁর লেখা নানা গল্প, বিশেষ করে ভৌতিক গল্পগুলি, বিষয় ও পরিবেশ সৃষ্টির বৈচিত্র্যে অনন্য। রহস্য-রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চার কাহিনির পটভূমি রচনা এবং বিস্তারে তাঁর পারদর্শিতা অভূতপূর্ব। নানা কিশোর পত্রপত্রিকায় তিনি হয়ে ওঠেন একজন নিয়মিত লেখক। গল্পের সমান্তরাল উপন্যাস রচনাতেও তাঁর লেখক সত্তা পূর্ণাঙ্গ রূপ নেয়।
প্রায় ৪০টি প্রকাশিত বইয়ের সম্ভারে গল্প সংকলন যেমন রয়েছে তেমনই রয়েছে নানা স্বাদের বেশ কিছু উপন্যাস। উপন্যাসের মধ্যে রহস্য রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চার ভিত্তিক বিষয়ের আধিক্য থাকলেও রয়েছে ‘পরশমণি’, ‘নীল পাখীর পালক’, ‘গোরাচাঁদ’ প্রভৃতির মতো সামাজিক গ্রন্থও যেগুলির মধ্যে মানবিকতার অন্তঃসলিল আবেদন পাঠকের মনকে ছুঁয়ে যায়। এর বাইরে একজন দক্ষ মুষ্ঠিযোদ্ধা রূপে অনুশীলিত হওয়ার ফাঁকে ‘দুরন্ত লড়াই’-এর মতো চিত্তাকর্ষক বইও লিখেছেন। রহস্য-অ্যাডভেঞ্চার কাহিনির সম্ভারে রয়েছে ‘ডাকাবুকো’, ‘রুইতনের দশ’, ‘চিতার থাবা’, ‘রাজস্থানে রহস্য’, ‘টিলাগড় রহস্য’, ‘মিত্রভিলা রহস্য’ ইত্যাদি বই। আবার ঐতিহাসিক উপন্যাস ‘কোঙ্কণের সিংহ’ ও কল্পবিজ্ঞান ভিত্তিক ‘কুরনাবেরী রহস্য’-ও রয়েছে তাঁর বইয়ের মধ্যে। অ্যাডভেঞ্চার রচনায় তিনি অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন পরিবেশ, স্থান ও বিষয়বৈচিত্র্য সৃষ্টিতে। ওঁর সৃষ্ট কিশোর গোয়েন্দা চরিত্র অর্ক ও তার মালয়ালি সহকারী বালাচন্দ্রন যারা কলেজের ছাত্র তারাও যথেষ্ট আকর্ষণীয়।
‘বুক ফার্ম’ এর আগে মঞ্জিল সেনের ভৌতিক গল্পগুলির একটি নির্বাচিত সংকলন ‘ভয় সমগ্র’ প্রকাশ করে পাঠকমহলে প্রশংসা পেয়েছে। এখন প্রয়াত লেখকের সৃষ্টিসত্তাকে পুনঃপ্রকাশের আলোকে আনতে সংকল্পবদ্ধ হয়ে ওঁর উপন্যাস সমগ্রকে খণ্ডাকারে মুদ্রিত করতে আমরা প্রয়াসী হয়েছি। আমাদের প্রয়াসকে সাফল্যমণ্ডিত করতে নিরলস সহযোগিতা করেছেন সম্পাদক রঞ্জন মুখোপাধ্যায় ও গ্রন্থপ্রেমী সুশান্ত রায়চৌধুরী। তাঁদের প্রচেষ্টায় সংগৃহীত হয়েছে মঞ্জিল সেনের বেশ কিছু দুষ্প্রাপ্য গ্রন্থ যেগুলি বহু সময় ধরে অমুদ্রিত রয়েছে। প্রসঙ্গত, ‘ডাকাবুকো’ ও ‘টিলাগড় রহস্য’ অ্যাডভেঞ্চার কাহিনির সত্যজিৎ রায় অঙ্কিত অলংকরণগুলি প্রথম প্রকাশিত হয় ‘সন্দেশ’ পত্রিকায়। ছবিগুলির জন্য কৃতজ্ঞতা জানাই ‘সন্দেশ’ পত্রিকা ও সন্দীপ রায়কে।
আমাদের এই সংগ্রহ পাঠকসমাজের কাছে সমাদরে গৃহীত হবে এই আশা রেখে বক্তব্য শেষ করছি।
সূচিপত্র
- ডাকাবুকো
- সদানন্দ স্যার
- নীল পাখির পালক
- টিলাগড় রহস্য
- কোঙ্কণের সিংহ
- গুপ্তধন রহস্য
Leave a Reply