অতনুর দেশ – কাজী নজরুল ইসলাম Book Content ওগো সুন্দর, তুমি আসিবে বলিয়া আমার কথা লুকিয়ে থাকে চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে কথা কও, কথা কও, থাকিয়ো না চুপ করে শুনিতে চেয়ো না আমার মনের কথা আমায় নহে গো, ভালোবাসো মোর গান আমি জানি তব মন, আমি বুঝি তব ভাষা যারে হাত দিয়ে মালা দিতে পার নাই লেখক: কাজী নজরুল ইসলামবইয়ের ধরন: গান / গানের বই
Leave a Reply