অভিশাপ

অভিশাপ

তুমি তো আনন্দে আছে, তোমার আনন্দ অন্যবর্ণ
নিরন্তর পাশা খেলা, মাঝে মাঝে শোনা যায় হাসি
তোমাকে দেখে না, কেউ, এত গুপ্ত, অন্তরীক্ষবাসী
মনে হয়।
প্রতিটি জয়ের পর আবার নতুন খেলা
এত বেশী লোভ?
তুমি হেরে যাবে, তুমি ঠিক হেরে যাবে।

দুঃখকে চেনো না তুমি, তোমার দুঃখের অন্যবর্ণ
মানুষকে ছোট করে, মানুষকে পিঁপড়ে করে মারো
দুদিনের সওদাগর, সিন্দুকের মধ্যে তুমি ভরে রাখো
হাজার অসুখ
দ্রব্য থেকে কেড়ে নাও দ্রব্যগুণ
এত বেশী লোভ?
আমি অভিশাপ দিচ্ছি, তুমি হেরে যাবে।