• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • লেখক
  • My Account
  • লেখক
  • My Account
  • বাংলা ডিকশনারি
  • বাংলা কৌতুক
  • বাংলা লিরিক
  • বাংলা রেসিপি
  • হেলথ টিপস এন্ড নিউজ

বাংলা PDF ডাউনলোড

বাংলা নতুন/পুরাতন বইয়ের পিডিএফ ডাউনলোড/সন্ধান করতে আমাদের বাংলা পিফিএফ সাইটে ক্লিক করুন।

Bangla PDF

০৯. যমুনা খণ্ড

লাইব্রেরি » চণ্ডীদাস » শ্রীকৃষ্ণকীর্তন » ০৯. যমুনা খণ্ড
              (১)

পাহাড়ীআরাগঃ ॥ ক্রীড়া॥

রাধিকালাভলোভেন ভেজে স যমুনাতটং।
সা চ রাধাপি সঞ্চিত্য সখীরম্বু পরা যযৌ॥
যাই যমুনার          পাণিকে আইস
          সখি মোর সঙ্গে।
যমুনা জলে           কুম্ভ ভরিআঁ
আসিব এ বড় রঙ্গে॥
হেন বুলী রাধা        কলসী লআঁ
জাএ গজগড়ি ছান্দে।
আলকেঁ শোভে       বদন তাহার
যেমন কলঙ্ক চান্দে ॥১

আল।
পাইল রাধা           কালীদহ কূল
লইআঁ সখি সমাজে।
ঘাটত ভেটিল        নান্দের পো
কাজ না বুয়িল লাজে ॥ধ্রু
হাসিতেঁ খেলিতে     গোপ নারীগণ
লাগিলা যমুনাতীরে।
কাহ্নাঞিঁর মুখ       কমল দেখিআঁ
কেহো না ভরিল নীরে॥
কেহো না পারিল     করেঁ ধরিতেঁ
খসিল দেহ বসনে।
ওহার এহার          মুখ চাহে সব
কাহ্রো থির নহে মনে ॥২

তখন নয়ন            নিমেষ না কৈল
দেখি প্রিয় বনমালী।
সকল গোআল        যুবতী রহিলা
যেহ্ন কনক পুতলী॥
এখো পাঅ কেহো   চলিতেঁ নারে
বুলিতেঁ নারে বচনে।
কাহ্নাঞিঁ নাম        পৃথিবীর চান্দ
তাহাত লাগিল মনে ॥৩

আনেক যতন         করিআঁ রাধা
গেলি কাহ্নের সংমুখে।
বুইল কাহ্নাঞিঁরে    খাণিএক ঘুচ
সখি পাণি নেঊ সুখে॥
পরিহাস রসেঁ         দেব দামোদর
যেহ্ন নাহিঁ পরিচএ।
তেহ্নমতে বুবিল     রাধাক উত্তর
বড়ু চণ্ডীদাস গাএ ॥৪

                (২)

কোড়ারাগঃ ॥ ক্রীড়া লগনীঃ ॥ দণ্ডকঃ॥
কাহার বহু তোঁ কাহার রাণী।
কেহ্নে যমুনাত তোলসি পাণী ॥১
বড়ার বহু মো বড়ার ঝী।
আহ্মে পাণি তুলী তোহ্মাত কী ॥২
কাখের কলস নাম্বাঅ তোহ্মে।
কথা চারি পাঁচ কহিব আহ্মে ॥৩
যার কান্ধ বসে দোষর মাথা।
সেসি আহ্মা সমে কহিবে কথা ॥৪
তাম্বুলে নেহ আইহনের রাণী।
তোর বচনে জীএ চক্রপাণী ॥৫
তাম্বুল দিআঁ মোরে কি বোলসী।
খুদ বড়সিএঁ রুহী বান্ধসী ॥৬
এহা যমুনাত মো অধিকারী।
আহ্মার বচন সুণ সুন্দরী ॥৭
তোর মোর আর বচন নাহীঁ।
বুঝিল তোহ্মার মতী কাহ্নাঞিঁ ॥৮
সুদ্ধ সুবন্নের মোর কিঙ্কিনী।
এহা নেহ মোর ধরহ বাণী ॥৯
গোআলিনী আহ্মে নহোঁ নাচুনী।
মোর কাজ নাহিঁ তোর কিঙ্কিনী ॥১০
হের ষোল হাথ মোর পাটোল।
এহা নেহ মোর ধরহ বোল ॥১১
সুদ্ধ সুবন্নের মোহোর বাশীঁ।
এহা নেহ রাধা পাসত বসী ॥১২
তোর বাশীঁ মোএঁ ঘসি না ঘাটোঁ।
তাক হাথে করী দুধ না আউটোঁ ॥১৩
তোর পাটোলের সুণ কথা।
সে মোহোর ঘৃতভাণ্ডের নাথা ॥১৪
মাথার মুকুট জলে রতনে।
এহা নেহ রাধা রাখহ সমানে ॥১৫
বাহিরেঁ ভিতরেঁ তোঁ কাহ্ন কাল।
মুকুট ধুয়িআঁ আহুকিতেঁ ভাল ॥১৬
ডালিম সদৃশ তন তোহ্মারে।
তাহাত মজিল মন আহ্মারে ॥১৭
মাহাকাল ফল আহ্মার তনে।
দেখিতেঁ ভাল ভখিতেঁ মরণে ॥১৮
রাধার নিঠুর সুণিআঁ বাণী।
মনত ভয় পাইল চক্রপাণী ॥১৯
রস রাখে রাধা না দিল আশে।
বাসলী বন্দী গায়িল চণ্ডীদাসে ॥২০

               (৩)

দেশবরাড়ীরাগঃ ॥ লঘুশেখরঃ॥
বাহু তুলিলেঁ কেশ বন্ধন ছলে।
ঘন ঘন বিকাশিলেঁ বদন কমলে॥
আঙ্গভঙ্গ কৈলে কেহ্নে মোর বিদ্যমানে।
এবেঁ আলিঙ্গন দিআঁ রাখহ পরাণে ॥১
কিসকে ঘুচায়িলেঁ রাধা নেতের আঞ্চল।
দেখায়িলেঁ কুচভার করায়িলেঁ বিকল ॥ধ্রু
যমুনার তীরে রাধা কদমের তলে।
তরল করিলেঁ কেহ্নে নয়নযুগলে॥
আধ মুখ ঢাকিলেঁ সরুঅ বসনে।
তে কারণে রাধা ধরিতেঁ নারোঁ মনে ॥২
যমুনা নদীর রাধা তুলিতেঁ পাণী।
কেহ্নে ধীরেঁ ধীরেঁ বুইলেঁ মধুরসবাণী॥
তোহ্মার কারণে রাধা রাখোঁ মো গোকুল।
তোহ্মে জাণ কাজের আহ্মার আদিমূল ॥৩
বাতল হয়িলোঁ মো তোহ্মার দোষে।
তোরে করিতেঁ জুআএ মোর পরিতোষে॥
যমুনার তীরে থাকোঁ তোর পতিআশে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥৪

              (৪)

    রামগিরীরাগঃ ॥ রূপকং॥

আঊলাইল কুন্তল মোর সত্বর গমনে।
করযুগ তুলী তার করিলোঁ বন্ধনে॥
শ্রমের কারণে হাম্ভী হেল ঘন ঘনে।
গাঅ মোড়িএ কাহ্নাঞিঁ আলস্য কারণে ॥১
তোহ্মা দেখি যদি মোর বিচলিত মনে।
তবেঁ মোর জীতেঁ না জুআএ এখনে ॥ধ্রু
পবনে চলিল মোর হৃদয়বসনে।
দৈবযোগেঁ তাত তোর পড়িল নয়নে॥
লাজ ভএঁ ভৈল মোর তরল নয়নে।
সত্বরে ঢাকিলোঁ মুখ দেহের বসনে ॥২
যমুনা নদীর আহ্মে তুলিল পাণী।
এহো দোষ নহে যেন বুয়িলোঁ খর বাণী॥
জীবার আন্তরে কাহ্নাঞিঁ রাখহ গোকুল।
পাপ পামর তোর জাণোঁ আদিমূল ॥৩
আপদ পাএ যাক না চিহ্নে আপণা।
এহা জাণী তেজ কাহ্নাঞিঁ নাগরপণা॥
পাগল হৈলা কাহ্নাঞিঁ নিজ মতিমোষে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥৪

                (৫)

       মালবরাগঃ ॥ রূপকং॥

রাধা ল।
তোর মোর সুদৃঢ় নেহা ল।
ভৈল একই পরাণ একই দেহা॥
ল রাধা।
কিছু নাহিঁ করোঁ আপরাধা।
তভোঁ কোপ তোর এ বড় ধান্ধা ॥১
না বোল না বোল রুখ বাণী।
তোর যৌবনের বস চক্রপাণী ॥ধ্রু
আহ্মে তোর প্রিয় বনমালী।
তারে না বুঝিলেঁ চন্দ্রাবলী ॥
সুণ সুণ রাধা চন্দ্রাবলী।
এবেঁ মোর দৈব বড় বলী ॥২
সে কারণে যমুনার জলে।
সুদ্ধ কৈল তাক জাণহ সকলে॥
বুঝ ভাবী আপণ আন্তরে।
আজি কর এহা জল সফলে ॥৩
আধিকার জাণায়িলোঁ রাধা।
তোকে মরমেঁ না কৈলোঁ বিরোধা॥
কান পাত করলোঁ মো ঊত্তরে।
গাইল চণ্ডীদাস বাসলীবরে ॥৪

             (৬)

রামগিরীরাগঃ ॥ প্রকীন্নক ॥ চিত্রকং॥
লগনী ॥ একতালী ॥ দণ্ডকঃ॥
হরিষেঁ আইলা রাধা তোহ্মে এহা তীরে।
আজি সফল হৈব যমুনার নীরে ॥১
উপস্থিত হৈল হের গিরীশ সমএ।
শীতল গম্ভীর জলে রহিতেঁ সুখাএ ॥২
পুরুবেঁ আছিল এহো দহে নাগগণে।
এহাত নাহিতেঁ ভয় লাগে তেকারণে ॥৩
নাহিবারেঁ সখিগণ চাহে এহা জলে।
তবেঁ নাহিঁ নাহে ডরে পাণী লআঁ চলে ॥৪
কালীনাগ পাঠায়িল সাগরের পার।
এবেঁ মিছা ডর কর জলে যমুনার ॥৫
আহ্মার বচন সুন্দরী রাধা ধর।
আহ্মে আগেঁ লাম্বী তবেঁ জলের ভিতর ॥৬
কুবুধি তেজিআঁ যবেঁ ণাম্ব এহা জলে।
তবেঁ আহ্মে ণাম্বি লআঁ এ সখি সকলে ॥৭
জলত ণাম্বিল কাহ্নাঞিঁ দেখে সখিগণে।
উনমত নহিহ মোর বিরহ বচনে ॥৮
আনুমতি দিআঁ কাহ্নাঞিঁ ণাম্বয়িল জলে।
পাছত করিআঁ রাধা আর গোপীকুলে ॥৯
জলকেরি করে কাহ্নাঞিঁ আপণার সুখে।
মনমথ ভাবেঁ দেখে সব গোপী মুখে ॥১০
কাহ্নাঞিঁক দেখি রাধা উল্লসিত মনে।
আর তাক দেখি থীর নহে গোপীগণে ॥১১
সহ্মার জলকেলিত লাগিল মনে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে ॥১২

               (৭)

      ভাঠিয়ালীরাগঃ ॥ রূপকং ॥

জলত ণাম্বিল কাহ্নাঞিঁ মোর পরতেখ।
এখনে কেমনে বড়ায়ি হয়িল আদেখ॥
আকাশে উঠিল কিবা পসিল পাতালে।
কিবা মরি গেল কাহ্নাঞিঁ যমুনার জলে ॥১
বোলহ পরাণ বড়ায়ি সরূপেঁ আহ্মার।
কমণ উপাএ পায়িব দেব দামোদরে ॥ধ্রু
ষোল সহস্র গোপী একলা দামোদরে।
ডুবিআঁ মাইলেন্ত কাহ্নাঞিঁ জলের ভিতরে ॥
হেন বুলি সব লোকেঁ দুসহ উত্তরে।
তাহাক গুণিতেঁ ভৈল দগধ আন্তরে ॥২
সব গোপী মিলি চাহিআঁ বনমালী।
কথাঁহো না পায়িলোঁ তাক ভয়িলোঁ স বিকলী॥
সরূপেঁ লক্ষিএ বড়ায়ি কাহ্নের মরণ।
এতেকেঁ হারায়িল বুধী সব গোপীগণ ॥৩
জীয়ন্ত থাকিত যবেঁ নান্দের নন্দনে।
এত খনে আবসই হৈত দরসনে॥
আপণেঞিঁ করহ সে বুধি পরকারে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবরে ॥৪

              (৮)

   ধানুষীরাগঃ ॥একতালী॥

আল রাধা
তোর মুখে শুণী হেন বাণী।
এহা জলে মৈল চক্রপাণী ॥ল
আল রাধা
বড় দুখ উপজিল মনে।
শরীরত হরিলোঁ চেতনে ॥১
আল রাধা
যাবত কেহো নাহিঁ সুনে।
তাবত করি ঘর গমনে ॥ধ্রু
সখিসব নিষেধ যতনে।
কেহো তার না কহিএ মরণে ॥
এ বারতা যবেঁ বাহিরাএ।
সহ্মার পরাণ তবেঁ জাএ ॥২
একইতি মাএর ছাওআল।
সুন্দর বাল গোপাল॥
তোত লাগি যমুনাত মৈল।
এবেঁ তোর মণে সুখ ভৈল ॥৩
কালী সহ্মে হয়িআঁ এক ঠায়ি।
ভালমতেঁ চাহিব কাহ্নাঞিঁ ॥
তবেঁ তার পায়িব ঊদ্দেশে।
গাইল বড়ু চণ্ডীদাসে ॥৪

          (৯)

  মল্লাররাগঃ ॥ রূপকং॥

সখী সখীবৃতা রাধা বৃদ্ধাবচনংসংযতা।
জগামাগারমাগারং বহন্তী মানসং শুচঃ॥
রাধা ঘর গেলি দেখিআঁ কাহ্নে।
জলত হৈতেঁ ঊঠিল তখনে॥
গুপতেঁ রহিলা সে বৃন্দাবনে॥
কেহো না জাণিল দৈব ঘটনে ॥১
নাগর কাহ্নাঞিঁ কইল কপটে।
রস ভুঞ্জিবারেঁ যমুনা তটে ॥ধ্রু
যবেঁ গেল রাতী এক পহর।
তবেঁ সে কাহ্নাঞিঁ গেল নিজ ঘর॥
রাধার রূপ সোঁঅরী গোবিন্দে।
সকল রজনী না গেল নিন্দে ॥২
তাম্বাচূড়া রাএ হৈল বিআণ।
যমুনা তীরেঁ চলিলা কাহ্ন॥
কদম্ব গাছে চড়ী বনমালী।
রহিলা রাধার পন্থ নেহালী ॥৩
মনে মনমথ সর আরতী।
রসিক কাহ্নাঞিঁ কইল যুগতী॥
রাধার করিবোঁ পাঞ্চ সঙ্গতী।
গাইল চণ্ডীদাস বাসলীগতী ॥৪

             (১০)

রামগিরীরাগঃ ॥ একতালী ॥ দণ্ডকং॥
অধিরজনিবিরামং রামরম্ভারিপুরূ-
ররমভজত রাধা মাধবান্বেষণায়।
অতনুমতনুবাণব্যূহদাহং বহন্তী
তটমনু যমুনায়াঃ স্তূয়মানা সখীভিঃ॥
বড়ায়ীর বচন ধরিআঁ রাধা মনে।
ডাক দিআঁ সখিগণ আণায়িল তখনে॥
কাখেত কলসী করি বড়ায়ি তূলে॥
চলী ভৈলী চন্দ্রাবলী যমুনার কূলে ॥২
নাহিবার কাল নহে বড়ায়ি বিহাণে।
তেঁ না নিল কেহো গোপী দুঅজ বসনে ॥৩
চারী ভীত চাহি রাধা বুইল বচনে।
কুলত কাপড় থুয়িআঁ জলে চাহি কাহ্নে ॥৪
সব সখি বুইল রাধা ভাল বুয়িলেঁ কাজ।
কেহো ত পুরুষ নাহিঁ এথাঁ কিসে লাজ ॥৫
হেন পরিভাবি রাধা লয়িআঁ গোপীকুলে।
বসন তেজি নাম্বিলী যমুনার জলে ॥৬
রাধিকা চাহিল কাহ্ন আলোড়িআঁ জলে।
তাক না পাইআঁ ভৈলী হৃদয়ে বিকলে ॥৭
সব সখি সম্বোধিআঁ রাধা বুইল বাণী।
আহ্মাক মারিআঁ কথাঁ গেলা চক্রপাণী ॥৮
সখিসব মিলী রাধা বড়ায়ির পাএ।
বুইল কাহ্ন পায়িব বড়ায়ি কমণ উপাএ ॥৯
তরু হৈতেঁ তখনে ণাম্বিলা দামোদর।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর ॥১০

                     (১১)

      পাহাড়ীআরাগঃ ॥ ক্রীড়া॥

আহা।
গোপীর বসন হার লয়িআঁ দামোদর।
উঠিলা গিআঁ কদম্ব তরুর উপর॥
তথাঁ থাকী ডাক দিআঁ বুইল বনমালী।
কি চাহি বিকল হঅ সকল গোআলী ॥১
নিকট আইস মোর সব গোপীগণে।
আজি কথা সুণ মোর মরণ জীবণে ॥ধ্রু
দেখিল হরষে তা সব গোপ যুবতী।
গাছের উপরে কাহ্নাঞিঁ উল্লসিত মতী॥
হরিআঁ গোপীর হার আঅর বসনে।
হাসে হাসি খলখলি কাহ্নাঞিঁ গরুঅ মনে॥২
কুলে পরিধান নাহিঁ দেখি গোপনারী।
হৃদঞঁ জাণিল তবেঁ নিলেক মুরারী॥
তবেঁ বড় গল করী বুইল জগন্নাথে।
তোহ্মার বসন হের আহ্মার হাথে ॥৩
যাবত না উঠিবেঁহে জলের ভিতর।
তাবত বসন নাহিঁ দিব দামোদর॥
এহা জাণী তড়াত উঠিআঁ নেহ বাস।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস॥
Category: শ্রীকৃষ্ণকীর্তন
পূর্ববর্তী:
« ০৮. কালিয়দমন খণ্ড
পরবর্তী:
১০. বাণ খণ্ড »

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

বাংলা লাইব্রেরি : উল্লেখযোগ্য বিভাগসমূহ

লেখক ও রচনা

অনুবাদ সাহিত্য

সেবা প্রকাশনী

ডিকশনারি

কৌতু্ক / জোকস

লিরিক

রেসিপি

কোরআন

হাদিস

ত্রিপিটক

মহাভারত

রামায়ণ

পুরাণ

গীতা

বাইবেল

বিবিধ রচনা

বাংলা ওসিআর

Download Bangla PDF

হেলথ

লাইব্রেরি – ফেসবুক – PDF

top↑