2 of 2

আপার চিৎপুর রোডস্থ নতুনবাজারের সান্ডেল পরিবার

আপার চিৎপুর রোডস্থ নতুনবাজারের সান্ডেল পরিবার

যশোহর জেলার কোরকদি গ্রাম থেকে শিবরাম সান্যাল (বা সান্ডেল) কলকাতা আসেন; তখন তিনি সাধারণ ভদ্রলোকমাত্র। কলকাতায় হাটখোলার দত্ত পরিবারের সঙ্গে মিলিতভাবে ব্যবসা করে তিনি অত্যন্ত ধনী হয়ে ওঠেন। বাংলার বিভিন্ন জেলায় তাঁর মোট ২৪টি নীলকুঠি ছিল; আর্থিক লেনদেন ছিল মেসার্স কোলডিন কাউঈ অ্যান্ড কোম্পানির সঙ্গে। যশোহর ও নদীয়া জেলায় তিনি জমিদারিও ক্রয় করেন। মৃত্যুকালে তিনি তাঁর দুই পুত্র মধুসূদন ও কালিদাসের জন্য নগদ বাষট্টি লাখ টাকা ও ঐ জমিদারি রেখে যান। পিতার মৃত্যুর পর দুই ভাই মামলা মোকদ্দমা করে ঐ অর্থ ও সম্পত্তির অধিকাংশই নষ্ট করেন।

জ্যেষ্ঠ মধুসূদন আপার চিৎপুর রোডের ওপর সুরম্য একখানি অট্টালিকা নির্মাণ করেন; তার নাম দেন ‘ইন্ডিয়ান প্যালেস কিছুদিন আসে বাবু আশুতোষ মল্লিক বাড়িখানি কিনে নিয়ে এর সংস্কার ও উন্নতিসাধন করছেন। মধুসূদনের দুই পুত্র আনন্দচন্দ্র ও নিমচাঁদের মধ্যে জ্যেষ্ঠ আনন্দচন্দ্র এখন জীবিত আছেন।

শিবরামের কনিষ্ঠ পুত্র কালিদাস পিতৃসম্পদের স্বীয় অংশ নিয়ে ভবানীপুর বাস করতেন।

দানের জন্য এই স্যান্ডেল পরিবার এককালে খ্যাত ছিলেন; কিন্তু দুঃখের বিষয় এই দানধর্ম স্থায়ী হতে পারল না।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *