হাদীস নং ২৯৭৭
মুহাম্মদ ইবনে মুসান্না রহ………আবু মাসউদ রা. থেকে বর্ণিত, সূর্য গ্রহণ ও চন্দ্রগ্রহণ কারো মৃত্যু এবং জন্মের কারণে হয় না বরং উভয়টি আল্লাহর নিদর্শনাবলির মধ্যে দুটি নিদর্শন মাত্র। অতএব যখন তোমরা তা সংঘটিত হতে দেখবে তখন সালাত আদায় করবে।
হাদীস নং ২৯৭৭
মুহাম্মদ ইবনে মুসান্না রহ………আবু মাসউদ রা. থেকে বর্ণিত, সূর্য গ্রহণ ও চন্দ্রগ্রহণ কারো মৃত্যু এবং জন্মের কারণে হয় না বরং উভয়টি আল্লাহর নিদর্শনাবলির মধ্যে দুটি নিদর্শন মাত্র। অতএব যখন তোমরা তা সংঘটিত হতে দেখবে তখন সালাত আদায় করবে।