হাদীস নং ২৬২৩
আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহ……..উমর ইবনে উবায়দুল্লাহ রা. এর আযাদকৃত গোলাম তার কাতিব সালিম আবুন নাযর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনে আবু আওফা রা. তাকে লিখেছিলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমারা জেনে রাখ, তরবারীর ছায়ায় নীচেই জান্নাত। উয়াইসী রহ. ইবনে আবুয যিনাদ রহ.-এর মাধ্যমে মূসা ইবনে উকবা রহ. থেকে হাদীস বর্ণনায় মুআবিয়া ইবনে আমর রহ. আবু ইসহাক রহ.-এর মাধ্যমে মূসা ইবনে উকবা রহ. থেকে বর্ণিত, হাদীসের অনুসরণ করেছেন।