আঠারো বছর বয়স

আঠারো বছর বয়স কী দুঃসহ
র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
আঠারো বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।

আঠারো বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়–
আঠারো বছর বয়স জানে না কাঁদা।

এ বয়স জানে রক্তদানের পুণ্য
বাষ্পের বেগে স্টিমারের মতো চলে,
প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
সঁপে আত্মাকে শপথের কোলাহলে।

আঠরো বছর বয়স ভয়ঙ্কর
তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা,
এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
এ বয়সে কানে আসে কত মন্ত্রণা।

আঠারো বছর বয়স যে দুর্বার
পথে প্রান্তরে ছোটায় বহু তুফান,
দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার
ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ।

আঠারো বছর বয়সে আঘাত আসে
অবিশ্র্রান্ত; একে একে হয় জড়ো,
এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে
এ বয়স কাঁপে বেদনায় থরোথরো।

তব আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তো করে।

এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,
এ বয়সে তাই নেই কোনো সংশয়–
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।।

9 Comments
Collapse Comments

ami apnader kritagyata janai…. dhanyabad…
apnader valo hok.. joog joog jiyo pagla….
chulke ne….

Sukanta er arek ekti asadharan kobita net e publish korar jonno dhonnobad.

খুব ই সুন্দর কবিতা।অনেক দিন পরে পরলাম ভাল লাগল।

আমার প্রিয় কবিতা……।

নিলয় তৌহিদুল ইসলাম March 21, 2013 at 10:33 am

খুব সুন্দর কবিতা

মঞ্জুর June 26, 2013 at 2:36 pm

খুব ভালো

amar valo Lagche.shatti sundar kobita

এক কথায় অসাধারণ , বেশি নয়, প্রতি শতাব্দীতে মাত্র একটা সুকান্ত চাই ।

MOHAGURU PRASHANTA MISHRA September 21, 2008 at 11:36 pm

ONEK DIN PORE AIE KOBITA GULO PORE AMI PAGOL HOYE GACHI. . .AMI R PARCHINA NIJER COKHER JOL DHORE RAKHTE. . .APNADER AMI KONO DINO BHULTE PARBONA BONDHUGON. .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *