রহস্যের ধারাপাত – ইন্দ্রনীল সান্যাল
প্রথম প্রকাশ – আগস্ট ২০২১
প্রচ্ছদ ও অলংকরণ কৃষ্ণেন্দু মণ্ডল
.
পাহাড়-পাগল চিকিৎসক দম্পতি
বিশ্বজিৎ ও মৌসুমী ব্যানার্জি
এবং ওদের মেয়ে মধুরাকে।
.
এই বইয়ের ভূমিকা প্রয়োজন। কারণ তার উৎস লুকিয়ে আছে পত্রভারতী থেকে প্রকাশিত ‘অপারেশান ওয়ারিস্তান’ উপন্যাসে।
অপারেশান ওয়ারিস্তান উপন্যাসটি ‘২ অক্টোবর’ নামে ২০১৪ সালের ‘খবর ৩৬৫ দিন’ সংবাদপত্রের পুজো সংখ্যায় প্রকাশিত হয়েছিল। সেই উপন্যাসের প্রধান চরিত্র প্রথমা লাহিড়ী এই গল্পগ্রন্থের দশটি গল্পেরও প্রট্যাগনিস্ট। সেই উপন্যাসের একাধিক পার্শচরিত্র এই সংকলনে উপস্থিত। শুধু পাত্রপাত্রী নন, বিভিন্ন দেশ এবং সময়কালেও নানা মিল পাওয়া যাবে। অবশ্য এ কথাও ঠিক, উপন্যাসটি না পড়া থাকলে কোনও অসুবিধা নেই। প্রতিটি গল্পই স্বয়ংসম্পূর্ণ।
অপারেশান ওয়ারিস্তান লেখার সময়ে খেয়াল করছিলাম, সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা নিয়ে কাজ করতে গেলে কিছু বাধ্যবাধকতার কারণে কল্পনার আশ্রয় নিতে হচ্ছে। কীরকম কল্পনা? যেমন, আমি ভারতের পড়শি দেশের নাম দিয়েছিলাম ‘ওয়ারিস্তান’।
কেন দিয়েছিলাম? কারণ বিতর্কিত বিষয় নিয়ে শিল্পচর্চা করলে রাষ্ট্রের খাঁড়া নেমে আসে। পৃথিবী জুড়ে নিষিদ্ধ বইয়ের তালিকা দেখলে বোঝা যায়, যৌনতা নয়, রাজনীতি নিয়ে ডিসকোর্স থাকলে তা ক্ষমতাধরদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
এই সমস্যা থেকে মুক্তি পেতেই উপন্যাসের জন্যে ওয়ারিস্তান নামের কাল্পনিক দেশ তৈরি করেছিলাম। এই গল্পগ্রন্থের জন্যে তৈরি করতে হয়েছে একটি কাল্পনিক ভূ-রাজনৈতিক জগৎ বা জিও-পলিটিকাল ইউনিভার্স, যেখানে ভারতের প্রতিবেশি দেশগুলির নাম সিনচান, মালব্যনগর, ভোটল্যান্ড, শ্যামলদেশ, ওয়ারিস্তান, সিংহদ্বীপ, সুবর্ণভূমি, জাফরানাবাদ।
এত কথা বলতে হচ্ছে, তার কারণ অপারেশান ওয়ারিস্তান একটি জিও পলিটিকাল থ্রিলার ছিল। এই গল্পগুলোও অনেকাংশে তাই। ভবিষ্যতে প্রথমাকে প্রট্যাগনিস্ট করে আরও জিও-পলিটিকাল থ্রিলার লেখার ইচ্ছে আছে।
ধারাপাত কার লেখা জানা যায় না। লোকমুখে ছড়িয়ে পড়া একে চন্দ্র, দুয়ে পক্ষ পড়ে বাঙালি শিশুর সংখ্যা জ্ঞান হয়। আমার মনে হয়েছিল, ধারাপাতের প্রতিটি লাইন ধরে থ্রিলার লিখলে কেমন হয়! ইংরিজিতে এই জাতীয় কাজ অনেক হয়েছে। এখুনি মনে পড়ে যাচ্ছে ‘দ্য লেবার্স অফ হারকিউলিস’ গল্পগ্রন্থটির কথা, যেখানে আগাথা ক্রিস্টি তাঁর সৃষ্টি করা গোয়েন্দা আরকুল পোয়ারোকে সমনামী হারকিউলিসের বিখ্যাত বারোটি টাস্কের সঙ্গে থিমেটিকালি একগোত্রের বারোটি কেসের সামনে দাঁড় করান। পোয়ারো কেসগুলির সমাধানও করেন।
এই বইয়ের থ্রিলারগুলিতে সেই চেষ্টাই করা হয়েছে।
ইন্দ্রনীল সান্যাল
১৫ মে ২০২১
Niyana
অপারেশান ওয়ারিস্তান by ইন্দ্রনীল সান্যাল বইটি দেওয়া যাবে?
Piku
হৃদয় এর নিঃশব্দ by ইন্দ্রনীল সান্যাল বই টি দেওয়া যাবে?