যাম-যোজনায় কড়ি মধ্যম – কাজী নজরুল ইসলাম Book Content পিউ পিউ বিরহী পাপিয়া বোলে উদার প্রাতে কে উদাসী এলে ভবনে আসিল অতিথি সুদূর মুকুর লয়ে কে গো বসি বিদায়ের বেলা মোর ঘনায়ে আসে বিরহী বেণুকা কেন বাজে সখী ছায়ানটে নিশি নিঝুম, ঘুম নাহি আসে পর জনমে যদি আসি এ ধরায় লেখক: কাজী নজরুল ইসলামবইয়ের ধরন: গান / গানের বই
Leave a Reply