তব কথামৃতম : শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃতের আলোচনা – স্বামী লোকেশ্বরানন্দ
প্রথম সংস্করণ: ফেব্রুয়ারি ১৯৮৬ (ফাল্গুন ১৩৯২ বঙ্গাব্দ)
প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
প্রচ্ছদ: রামানন্দ বন্দ্যোপাধ্যায়
প্রচ্ছদলিপি: সুহৃদ চক্রবর্তী
.
প্রকাশকের নিবেদন
‘শ্রীম’-কথিত শ্রীশ্রীরামকৃষ্ণ-কথামৃতের আবেদন ক্রমবর্ধমান। পাঁচ ভাগে প্রকাশিত এই বইটিতে শ্রীরামকৃষ্ণের মুখে সর্বকালের সর্বজনীন আধ্যাত্মিক তত্ত্ব অতি সহজ সরল ও সরস ভাবে পরিবেশিত। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের অধ্যক্ষ স্বামী লোকেশ্বরানন্দজী মহারাজ শ্রীশ্রীরামকৃষ্ণ-কথামৃতের যে-ব্যাখ্যা করেন, তা বেশ কয়েক বছর ধরে কলকাতা এবং সন্নিহিত অঞ্চলের জনসাধারণকে আনন্দ দিয়ে আসছে। জনসাধারণের ব্যাপকতর অংশের কথা মনে রেখে আমরা লোকেশ্বরানন্দজী মহারাজকে অনুরোধ করেছিলাম ‘কথামৃতে’ বিধৃত শ্রীশ্রীঠাকুরের কথার একটি ভাষ্যগ্রন্থ প্রণয়ন করতে। ‘তব কথামৃতম্’ আমাদের সেই অনুরোধের ফলশ্রুতি।
এই গ্রন্থে শ্রীশ্রীরামকৃষ্ণ-কথামৃত থেকে আলোচিত অংশগুলি স্থূললিপিতে দেওয়া হয়েছে। আলোচিত অংশটি ‘কথামৃতে’র কোন্ ভাগের কোন্ খণ্ডে ও পরিচ্ছেদে আছে, তা স্থূললিপি যেখানে শেষ হয়েছে, সেখানে প্রথম বন্ধনীর মধ্যে নির্দেশিত। যেমন, (২-৩-৪) লেখা থাকলে বুঝতে হবে আলোচিত অংশ ‘কথামৃতে’র দ্বিতীয় ভাগের তৃতীয় খণ্ডের চতুর্থ পরিচ্ছেদে আছে। এই পুস্তকের জন্য আমরা ‘কথামৃত-ভবন’ প্রকাশিত সংস্করণ ব্যবহার করেছি।
আশা করি, যাঁদের কথা ভেবে এই গ্রন্থের প্রকাশ, তাঁরা এই ভাষ্যপাঠে উপকৃত ও অনুপ্রাণিত হবেন।
.
শব্দসংক্ষেপ-সূচিপত্র
ভক্তমালিকা —শ্রীরামকৃষ্ণ-ভক্তমালিকা, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ১৩৮৬
মায়ের কথা —শ্রীশ্রীমায়ের কথা, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ১৩৮০
C. W —The Complete Works of Swami Vivekananda, Advaita Ashrama, Mayavati
Letters —Letters of Swami Vivekananda, Advaita Ashrama, Mayavati
বাণী ও রচনা —স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, উদ্বোধন কার্যালয়, কলিকাতা
পত্রাবলী —পত্রাবলী, স্বামী বিবেকানন্দ, ১৯৭৭, উদ্বোধন কার্যালয়, কলিকাতা
সমসাময়িক দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ —সমসাময়িক দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ পরমহংস, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাস, ১৩৭৫, জেনারেল প্রিন্টার্স এণ্ড পাবলিশার্স প্রাঃ লিঃ, কলিকাতা
যুগনায়ক —যুগনায়ক বিবেকানন্দ, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা
লীলাপ্রসঙ্গ —শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ, স্বামী সারদানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা
Leave a Reply