কালীগুণীন ও ছয় রহস্য – সৌমিক দে
প্রথম প্রকাশ এপ্রিল ২০১৯
প্রচ্ছদ :কৃষ্ণেন্দুমন্ডল ও নচিকেতা মাহাতাে
প্রকাশক: বিভা পাবলিকেশন
.
উৎসর্গ
পিতৃদেব ঁশ্রী মদনমোহন দে’কে
.
ভূমিকা
ধানগাছের আগার দিকেই যেমন শষ্যদানাটুকুর অবস্থান, তেমনি কোনও মলাটবাঁধা বইয়ের মূল পরিচিতি কিন্তু তার ভূমিকাটুকু। আমরা দেশী বা ভিনদেশী ভৌতিক সাহিত্যগুলিতে ভয়ের বা গা ছমছমে গল্প হয়তাে বহুবারই পড়েছি, কিন্তু ভূত কিম্বা ভয়ঙ্কর প্রেতযােনীর সঙ্গে কুটবুদ্ধির দাবা খেলে তাকে নিজের ফঁদে ফেলার মতাে গল্প খুবই বিরল। কালীগুণীন কিন্তু নিজের তীক্ষ্ণ মেধা এবং উপস্থিত বুদ্ধি দিয়ে প্রত্যেকবার সেইটাই করে আসছেন।
তারপর দ্বিতীয় কথাটি হলাে তার আবির্ভাব। যখন অপশক্তির হাতে জীবনীশক্তি পরাস্ত হতে আরম্ভ করে, যখন অশরীরী অপদেবতার হিংস্র থাবা গ্রাস করতে থাকে একের পর এক গ্রাম, তালুক, শহর, ঠিক তখনই কোনও কোনও উপায়ে সেখানে আবির্ভূত হন পিশাচের যম, অপশক্তির সাক্ষাৎ শমন কালীপদ মুখুজ্জে ওরফে কালীগুণীন। তারপর নিজের অসামান্য তন্ত্রবিদ্যার শক্তি এবং উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বের করে ফেলেন চতুর ও ধূর্ত প্রেতাত্মা বধের উপায়।
তৃতীয় ব্যাপারটি হলাে এই গল্পগুলির ভাষা শৈলী। ছেলেবেলার হারিয়ে যাওয়া পুরাতন বাঙলা, যে ভাষায় আমরা বিভূতিভূষণের লেখা পড়ে বড়াে হয়েছি, যে ভাষায় ঠাকুরমার মুখে গল্প শুনে ঘুমিয়েছি, সেই ভাষাকে লেখক আরও একবার ফিরিয়ে এনে হাজির করেছে এই ইট-কাঠ-পাথর-কংক্রিটের জঙ্গলে। ঘুমপাড়ানি গানের সুরে যে ভাষা কানে কানে গল্প বলে।
শহুরে প্রেক্ষাপটে ভয়ের বা ভূতের গল্প আমরা যথেষ্ট পড়ি, কিন্তু গ্রামবাংলার বর্ষাকালের ব্যাঙ আর ঝিঝি ডাকা রাতে তেলের বাতির টিমটিমে আলাের পরিবেশে সেই ভয় কিন্তু একেবারেই আলাদা রূপ ধারণ করে। শহরের পিচে মােড়া রাস্তার চেয়ে পাড়া গাঁয়ের কাদা মাখা ঘুটঘুটে অন্ধকার পথ কিন্তু হাড়ে হাড়ে কাঁপুনি ধরায়। সেই সময়কার হারিয়ে যাওয়া সেই পল্লীগ্রামের আস্বাদ আবার ফিরে পেয়েছি কালীগুণীনের গল্পগুলির মাধ্যমে।
এই কালীপদ মুখুজ্জের অসামান্য ঘটনাগুলির মধ্যে মাত্র ছয়টিকে বেছে নিতে গিয়ে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। ছত্রে-ছত্রে, পরতে-পরতে পৌরাণিক রহস্য, ইতিহাসের হাতছানি এবং গােয়েন্দা গল্পকেও বুঝি টেক্কা দিতে পারে এমন টানটান রােমাঞ্চকর ঘটনাপ্রবাহ মিলে বইটি নিঃসন্দেহে শুধু আপনাদের বইয়ের তাকে নয় মনের মণিকোঠাতেও নিজের ঠাই করে নেবে।
বস্তুতঃ ‘কানাওলার ফাঁদ’ গল্পের মধ্য দিয়েই এই শক্তিধর তান্ত্রিকের প্রথম আত্মপ্রকাশ। এরপর একের পর এক তার বিভিন্ন বয়সের বিভিন্ন ঘটনা এবং রহস্য উন্মুক্ত হয়েছে পাঠকদের কাছে। কেবলমাত্র তন্ত্রের মহাশক্তিই নয়, সেই সঙ্গে অপূর্ব ধূর্ততার মিশেলে এই বজ্রের ন্যায় কঠিন অথচ মাটির চেয়েও কোমল মানুষটি হয়ে উঠেছে আমাদের পাশের ঘরের মানুষটি।
Leave a Reply