অনুরাগ বিনে কি সাধন হয়। সে তো শুধু মুখের কথা ন।। তার সাক্ষী দেখ চাতক রে ও সে কোট সাধনে যায় মরে চাতক অন্য বারি খায় না রে থাকে মেঘের জল আশায়।। বনের পশু হনুমান রাম বিনে তার নাই ধিয়ান মুদিলেও তার দু'নয়ন অন্যরূপ না ফিরে চায়।। রামদাস মুচির ভক্তিতে গঙ্গা এল চাম-কেঠোতে এমন সাধন করে কত মহতে কেবল লালন কূলে কূলে বায়।।
———————
বাংলার বাউল ও বাউল গান, পৃ.৫৩
কথান্তর:
অনুরাগ নইলে কি সাধন হয় শুধু মুখের কথা নয়।। তার সাক্ষী চাতক পাখি রে কোট সাধনে যায় রে মরে অন্য বারি খায় না রে থাকে মেঘের জল আশায়।। বনের পশু ভক্ত হনুমান রাম বিনে তার নাই ধিয়ান নিরিখে রেখে ঐ চরণের 'পর অন্যরূপ না ফিরে চায়।। রামদাস মুচির ভক্তিতে গঙ্গা এল চামড়ার কোটাতে কত মহৎ তারে সাধলে রে লালন কূলে কূলে বায়।।
———————-
–বাউল কবি লালন শাহ, পৃ. ২৯২
its ture………
bhalo laglo……….
gane valo valo deta hoba lalon song
lalon vokta vaydar email cay [email protected]
some people in india really lack good supply of well sung lalan giti.i personally want to have an access to all lalangitis sung by farida parveen and a printed record of the lalalgitis.can i have some hlp?
that is true,i believe it?