গানে মোর কোন ইন্দ্রধনু
আজ স্বপ্ন ছড়াতে চায়
হৃদয় ভরাতে চায় ।
মিতা মোর কাকলী কুহু,
সুর শুধু যে ঝরাতে চায় ।
আবেশ ছড়াতে চায় প্রাণে মোর ।।
মৌমাছিদের গীতালি
পাখায় বাজায় মিতালী ।
নীড় দোলানো সুরে আমার
কন্ঠে মালা পরাতে চায় হায় ।।
মিতা মোর কাকলী কুহু…
বাতাস হলো খেয়ালী
শোনায় কি গান হেঁয়ালি ।
কে জানে গো কার বাঁশী
আজ কি সুর প্রাণে ধরাতে চায় হায় ।।
মিতা মোর কাকলী কুহু…
***
গান – গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়
সুরকার: অনুপম ঘটক
ছায়াছবি: অগ্নি পরীক্ষা
Leave a Reply