আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়
চেনাজানা মুখগুলো সব কেমন হয়ে যায়
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়
সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন
কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়
দুঃখের দিনে কাছে এসে পথ ভুলে কি কেউ
একা ঘরে পড়েই রবে জানবে নাতো কেউ
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়
—————
ব্যাণ্ড : রেঁনেসা
Its really ever truth song. Bravo Feedback band, Best wishes all members of this band specially Pilu, Nakib Khan and others
Great collection . many many thanks for keeping lyrics in bangla
nice
সত্যিতো আচ্ছা কেন বলতে পারো মানুষ গুলো এমন হয়ে যায় . এই বাস্তব গানটার জন্য রেনেসা কে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই