একই রক্তে দুজনের স্নান হলো সারা;
ওরা কেউ কারও ভাই নয়, সম্পর্কিত
ছিল না কস্মিনকালে, নয় বন্ধুজন,
দূরদেশি, হয়তো তাও বলা ঠিক নয়,
একই গাঁয়ে বসবাস, বিচ্ছিন্ন পাড়ায়,
দেখাশোনা বিনিময়, ঘটেছে ক্বচিত্;
শানানো ছুরির ফলা করেনি তো ভুল,
পাশাপাশি শুয়ে আছে, যেন প্রতিবেশী;
একমাত্র হত্যাযজ্ঞ পুরো দায়হীন!
Leave a Reply