শ্ৰীমতীর বনযাত্রা এবং পথ-মধ্যে কুটিলার সহিত সাক্ষাত
সখীগণ লৈয়া সঙ্গে রঙ্গে কমলিনী ।
দ্রুতগতি যান কুঞ্জে কুঞ্জরগামিনী ॥ ৬২
শুনিয়া কুটিলে পথে আইসে দড়োদড়ি।
সীতারে ঘেরিল যেমন রাবণের চেড়ী ॥ ৬৩
যমদূতে গিয়ে ধরে যেমন, পাপগ্ৰস্ত নরে।
বিদ্যুল্লতা রাক্ষসী যেমন, জলধরকে ধরে ॥ ৬৪
কুপিয়ে কুটিলে রাধার ধরে গে দুটী বাহু ।
যেমন ব্যাঘ্রেতে হরিণী ধরে, চাঁদকে ধরে রাহু ॥৬৫