সাগান-২
৫৭. সময়ের সানি
কুমার লোরেনসন যখন জন্মায় তখন মহাকাশযান ম্যাগেলান কয়েক আলোকবর্ষের বেশী দূরে নয়। কিন্তু তার বাবা তখন হিমনিদ্রায় এবং তিনশ বছরের আগে সে এই খবর জানতে পারবে না।
লোরেন কেঁদেছিল এই ভেবে যে তার প্রথম সন্তানের পুরো জীবনকালটাই চলে যাবে তার ঘুমন্ত অবস্থার মাঝখানে। সে যখন আবার জ্ঞান ফিরে পাবে তখন তাদের কথা থাকবে মেমরী ব্যাঙ্কে। সে দেখবে তার সন্তান কিভাবে বড় হচ্ছে, সে শুনবে শতাব্দী পেরিয়ে আসা শুভেচ্ছা যার জবাব সে কখনোই দিতে পারবে না। এবং তাকে এও দেখতে হবে কয়েক সপ্তাহ আগে যে প্রিয় মেয়েটাকে সে বাহুর মাঝে নিয়েছে তার বুড়িয়ে যাওয়া এবং মৃত্যু। তার ঠোঁট দিয়ে ভেসে আসা বিদায় ধ্বনি শোনার আগেই সে মিশে যাবে বাতাসে।
তার বেদনা তীক্ষ্ম হলেও আস্তে আস্তে কেটে যাবে। নতুন এক সূর্যের আলো আকাশ ভরিয়ে দেবে, আরেকটি নতুন জন্ম হবে নতুন গ্রহে, যার কক্ষপথে ম্যাগেলান ঘুরবে চিরতরে।
দুঃখটা একদিন চলে যাবে, থাকবে শুধু স্মৃতি।
সময়পঞ্জী
(তেরানের বয়স হিসাবে)
১৯৫৬ নিউট্রিনো আবিষ্কার
১৯৬৭ সৌর নিউট্রিনোর অস্বাভাবিকতা আবিষ্কার
২০০০
সূর্যের ভবিষ্যত নির্ণয়
১০০
আনন্তঃনাক্ষত্রিক অনুসন্ধানযান
২০০
৩০০ রোবট বাহিত দ্রুণ সমৃদ্ধ মহাকাশযানের পরিকল্পনা
৪০০
২৫০০ মহাকাশযান উৎক্ষেপন শুরু (ণ সমৃদ্ধ)
৬০০ ডি,এন, এ কাঠামো সমৃদ্ধ যান
৭০০
৭৫১ থ্যালসার উদ্দেশ্যে বীজ বহনকারী মহাকাশযান প্রেরণ
৮০০
৯০০
৯৯৯ শেষ সহস্রাব্দ
৩০০০ থ্যালসা
১০০
৩১০৯ প্রথম অবতরণ ০
২০০ শেষের – সভ্যতার জন্ম ১০০
পৃথিবীর সঙ্গে যোগাযোগ
২০০
৩০০ দিনের
ক্র্যাকান পর্বতের অগ্ন্যুৎপাতঃ
৪০০ প্রভুরা – সংযোগ বিচ্ছিন্ন ৩০০
৩৫০০
কোয়ান্টাম ড্রাইভ
৬০০ চূড়ান্ত মহাপরিকল্পনা – স্থবিরতা
৬১৭ মহাকাশযান ম্যাগেলান
৩৬২০ পৃথিবী ধ্বংস
৩৮৬৪ ম্যাগেলানের আগমণ ৭১৮
৩৮৬৫ ম্যাগেলানের প্রস্থান ৭২০
৪১৩৫ সাগান-২ ১০২৬