১২. গীতগোবিন্দ : দ্বাদশ সর্গ : সুপ্রীত-পীতাম্বর

কুঞ্জ পরিহরি যবে সখীরা যাইল,
লাজের আবেশ তবে কিশোরী ত্যজিল।
মদন-আবেশে এবে সুন্দর ‍হাসিছে,
সে হাসি-হিল্লোলে তাঁর অধর ভাসিছে।
প্রবাল-শয়ন পানে চান বারেবার,
কহেন বুঝিয়া শ্যাম অভিলাষ তাঁর।

এয়োবিংশ সঙ্গীত।
(কীর্ত্তনসুর। তাল একতালা।)

“পল্লব-শয়নে চরণ কমল
ও রাই কিশোরি রাখনা এবে;
অরুণ আভায় সে পদ পল্লব,
কিশলয় দলে জিনিবে তবে।
একবার প্রিয়ে প্রাণের রাধিকে
দাসের কথাটী শুন লো এবে।

অনেক চলিলে নূপুর পরিয়ে,
রাখ এবে পদ শয়ন পরে,
কর মোরে তায় নূপুর এখন,
সেবি সে চরণ এ মোর করে।

বদন চাঁদের সুধা মাখা স্বরে
আদেশ আমারে কল লো দান,
হরিব সে বাস, আবরি যা কুচে
বিরহ-সমান দহিছে প্রাণ।

প্রিয়-আলিঙ্গন- রসেতে রসাল
পুলকিত এই কুচ-কলস,
দিওনা অপরে, রাখ মোর হৃদে,
মনসিজ-জ্বালা করহ নাশ।

অধরের সুধা দিয়ে পিয়িবারে
বাঁচাও লো ধনি মৃত এ দাসে,
তোমার কারণে বিরহ আগুণে
পুড়িয়া এ তনু ছাড়ে বিলাসে।

কোকিল-কূজনে শ্রবণ কাতর,
বেদন আমার নাশ কামিনি,
শুনায়ে আমায় রুণূ-রুণু-তানে
কণ্ঠ-স্বর-সহ রশনা-ধ্বনি।

কোপন কটাক্ষে বিকল করিয়ে
যেন মোর পানে ‍চাহিতে লাজে
আসিছে বুজিয়ে নয়ন তোমার,
নাশ ওলো শ্রম বিষাদ ত্যজে।”

কবি-জয়দেব- রচিত সঙ্গীত,
মাধব-বিহার বর্ণিত যাহে,
বিনোদ মোহন প্রেমের সুরস
করুক উদিত রসিক-চিতে।

অতি ঘন আলিঙ্গনে                অঙ্গে অঙ্গে সম্মিলনে,
প্রতিবাদী রোমাঞ্চ-নিচয়,
মদন-আবেশ-ভরে                সদা হেরিবার তরে,
নিমেষ বিবাদী সদা হয়;
অধরের সুধা-পান                করিবারে অনুক্ষণ,
প্রতিবাদী রস-সম্ভাষণ;
বিষম স্মর-সমরে                আনন্দ-আবেশ করে
সদা প্রতিকূল আচরণ;
কিন্তু এই অরি-দলে                তাঁদের বিহার কালে
হল অতি সুখের কারণ।

প্রিয়া-বাহু-বল্লী আজি শ্যামেরে বাঁধিছে;
পীন পয়োধর-ভার তাঁহারে পীড়িছে;
আঁচড় দিয়াছে অঙ্গে প্রিয়ার নখর,
দশনে খণ্ডিত চারু মাধব-অধর;
ঘন জঘনের ভার করিছে কাতর;
করে ধরি মাধবের চিকুর চাঁচর
মোহিয়া তাঁহারে অধরের সুধাদানে
কিশোরী আবেশে তাঁর শ্যাম তনু টানে:
কামের কুটিল গতি বুঝিতে না পারি,
হেন নিপীড়নে কিবা সুখ পায় হরি।

বিহার সমরে কান্তে করিবারে জয়
মদনের অঙ্গে যেন লইয়া আশ্রয়
সাহসে আরম্ভে রাই প্রাণেশ উপরে
বিহার সমর ঘোর আবেগের ভরে।
পুরুষের কায নারী পারে কি কখন?
নিস্পন্দ হইল তাঁর নিবিড় জঘন,
শিথিল হইল বাহু বল্লীর বন্ধন,
খরশ্বাপে কাঁপে বক্ষ মুদিছে নয়ন।

অবশ রাধার তনু উল্লাসের ভরে,
কুরঙ্গ নয়ন দুটী ঢুলু ঢুলু করে;
অনঙ্গ তরঙ্গে মুহু মুহু শিহরণ
মধুর বিকৃত করে তাঁহার কূজন;
সে কূজনে মৃদু-হাস্যে দশনের কর
বিকাশি ভাতিছে তাঁর অরুণ অধর,
ঘনশ্বাসে স্ফীত কুচ আলিঙ্গন করে
ধন্য মানি পিয়ে হরি সুধা সে অধরে।

অরুণ নখ-আঁচড় রাজে বক্ষদেশে,
আরক্ত নয়ন দুটী নিদ্রার আবেশে,
চুম্বনে অধর-রাগ মুছিয়া গিয়েছে,
খসেছে কুসুম, কেশ এলায়ে পড়েছে,
খুলিয়াছে শ্রীরাধার কাঞ্চির অঞ্চল;
প্রভাতে পতির চখে এ বেশ সকল
বাজিতে লাগিল যেন পঞ্চশর-শর;
আহত নয়ন মাত্র ব্যথিত অন্তর।

এলাইয়ে কেনপাশ কত সুশোভন
অলক খসিয়ে কিবা ঢাকিছে বদন,
বিলাস-শ্রম-সলিলে কপোল সুন্দর,
দশন-নিশানে কিবা রাজিছে অধর,
কুচ-কুম্ভ-কান্তি হার গিয়াছে হারায়ে,
চারু চন্দ্র-হার কোথা আছয়ে পড়িয়ে,
বিবসন শ্রোণী স্তন আবরিয়া করে
কতই সুন্দর মোরে হেরে লাজ ভরে,
ভূষণ বিহীনা তবু কিবা মনোহর,
বিলাস-আবেশে মোর অবশ অন্তর।

এইরূপে মনে মনে ভাবিছেন হরি;
রতি অন্তে ক্লান্ত তনু শ্রীরাধা সুন্দরী
কহিলেন এইরূপে মধুর-বচনে
নাথেরে আদর করে আনন্দিত মনে।

চতুর্ব্বিংশ সঙ্গীত।
(রাগিণী বেহাগ খাম্বাজ। তাল ঠুংরী।)

“হে যদু-নন্দন চন্দন সমান শীতল শোভন কমল করে
কাম-কুম্ভ-সম কুচ যুগ মম মৃগমদে কম কর সত্বরে,
কহেন কিশোরী, ওহে বংশীধারী, রচ তদুপরি, পত্র নিকরে।

ভ্রমর গঞ্জন মম বিলোচন, মনসজি-বাণ কটাক্ষে যার,
সে মোর নয়নে রঞ্জহ অঞ্জনে মুছেছে চুম্বনে কজ্জ্বল তার।

নয়ন কুরঙ্গে নর্ত্তন তরঙ্গে পরশে সুরঙ্গে শ্রবণ মূল,
সেথা হৃষীকেশ করহ নিবেশ মনসিজ পাশ সম কুণ্ডল।

কমল গঞ্জন, এ মোর আনন, যেন অলিহীন, দেখনা রাজে,
রাখি ভৃঙ্গ প্রায় অলক তথায়, দেখ শ্যামরায়, কেমন সাজে।

শশাঙ্ক সুন্দর ললাট রুচির, দেখ শ্রম-নীর, শুকায়ে এবে,
মৃগ-মদে রায়, তিলক তথায়, কলঙ্কের প্রায়, রচিতে হবে।

স্মরের সুন্দর-কেতর-চামর-সম কেশ মোর, শিখণ্ড-কম.
বিলাস-সমরে, পড়েছে এলায়ে, সাজাও হে তায়, চারু কুসুম।

গজেন্দ্র মদন, করিতে দমন, এ মোর জঘন, অঙ্কুশ প্রায়,
সে ঘন জঘনে, সাজাও বসনে, মেঘলা-ভূষণে, হে শ্যামরায়।”

কলুষ খণ্ডন, মানস মণ্ডন, হরির চরণ, অমৃতময়,
রাখিয়ে স্মরণে, জয়দেব ভনে, রেখ হে চরণে, হরি সদয়।

“কর মোর কুচ-যুগে পত্র বিরচন,
গণ্ড যুগে আঁক চিত্র লইয়া চন্দন,
এ ঘন জঘনে রাখ মেঘলা সুন্দর,
পরাও কুসুম হার চিকুরে চাঁচর,
সাজাও এ ভুজ যুগ মণি আভরণে,
নূপুর পরায়ে দাও এ মোর চরণে;”
শুনিয়া রাধার এই মধুর আদেশ
প্রীত পীতাম্বর তাঁর রচিলেন বেশ।

নাগ-রাজ-শিরে শুয়ে যেই বনমালী
ফণা-মণিগণে নিজ প্রতিবিম্ব ঢালি,
ধরেন অনেক দেহ যেন হেরিবারে
শত চক্ষে শ্রীচরণ কিঙ্করী পদ্মারে,
সর্ব্বব্যাপী রূপ যাঁর এরূপে ধারণ,
সেই হরি তোমাদের করুণ রক্ষণ।

“ক্ষীর-সিন্ধু-তলে যবে বরিলে আমারে,
হেন মনে, লয়, যেন না পেয়ে তোমারে
করিলেন পান হর হলাহল-রাশি;
এইরূপে পূর্ব্বকথা রাধারে সম্ভাষি,
যেই হরি কিশোরীরে করি অন্য মন
নিক্ষেপি বক্ষের তাঁর সুচারু বসন
কমল-কোরক-কুচ করেন দর্শন;
সেই হরি তোমাদের করুন রক্ষণ।

মধুর সঙ্গীতে যদি কর অভিলাষ,
হরির চিন্তনে যদি থাকে হে প্রয়াস,
আদিরসা মহা প্রেম-তত্ত্বে যদি মন,
চাও যদি করিবারে কাব্যের রচন,
সুধাগণ পাবে এই সকল আনন্দে;
হরি-প্রাণ-জয়দেব-শ্রীগীত গোবিন্দে।

হে মধু তোমারে মিষ্ট কে আর বলিবে,
শর্করে তুমিও এবে কর্কশ হইবে,
দ্রাক্ষা হে তোমারে কেবা করিবে দর্শন,
ওহে চূতফল তুমি করিবে রোদন,
ক্ষীর হে আস্বাদ তব হবে যেন নীর,
কান্তার অধর যাবে তলে ধরণীর,
শ্রীজয়দেবের এই মহা প্রেম-গীত
যতদিন ধরাতলে রবে প্রকাশিত।”

শ্রীগীতগোবিন্দ জয়দেব বিরচয়,
ভোজদেব-বামাদেবী-সুপ্রিয়-তনয়,
পরাশয় আদি ঋষি যারে ভালবাসে,
থাকুক এ গীত সেই বন্ধুগণ-পাশে।

সমাপ্ত।

————————-

মূল সংস্কৃত

গতবতী সখীবৃন্দে মন্দত্রপাভরনির্ভর-
স্মরশরবশাকুতস্ফীতস্মিতস্নপিতাধরাম্ |
সরসমনসং দৃষ্ট্বা রাধাং মুহুর্নবপল্লব-
প্রসবশয়নে নিক্ষিপ্তাক্ষীমুবাচ হরিঃ প্রিয়াম্ ||১||
গীতম্

বিভাসরাগৈকতালীতালাভ্যং গীয়তে

কিশলয়শয়নতলে কুরু কামিনী চরণনলিনবিনিবেশম্ |
তব পদপল্লববৈরি পরাভবমিদমনুভবতু সুবেশম্ |
ক্ষণমধুনা নারায়ণমনুগতমনুভজ রাধিকে ||২||

করকমলেন করোমি চরণমহমাগমিতাসি বিদূরম্ |
ক্ষণমুপকুরু শয়নোপরি মামিব নূপুরমনুগতিশূরম্ ||৩||

বদনসুধানিধিগলিতমমৃতমিব রচয় বচনমনুকূলম্ |
বিরহমিবাপনয়ামি পয়োধররোধকমুরসি দুকূলম্ ||৪||

প্রিয়পরিম্ভণরভসবলিতমিব পুলকিতমতিদূরবাপম্ |
মদুরসি কুচকলসং বিনিবেশয় শোষয় মনসিজতাপম্ ||৫||

অধরসুধারসমুপনয় ভামিনি জীবয় মৃতমিব দাসম্ |
ত্বয়ি বিনিহিতমনসং বিরহানলদগ্ধবপুষমবিলাসম্ ||৬||

শশিমুখি মুখরয় মণিরসনাগুণমনুগুণকণ্ঠনিনাদম্ |
শ্রুতিপটযুগলে পিকরুতবিকলে শময় চিরাদবসাদম্ ||৭||

মামতিবিফলরুষা বিকলীকৃতমবলোকিতুমধুনেদম্ |
মীলতি লজ্জিতমিব নয়নং তব বিরম বিসৃজ রতিখেদম্ ||৮||

শ্রীজয়দেবভণিতমিদমনুপদনিগদিতমধুরিপুমোদম্ |
জনয়তু রসিকজনেষু মনোরমরতিরসভাববিনোদম্ ||৯||

প্রত্যুহঃপুলকাঙ্কুরেণনিবিড়াশ্লেষে নিমেষেণ চ
ক্রীড়াকূতবিলোকিতেহধরসুধাপানে কথানর্ম্মভিঃ |
আনন্দাধিগমেন মন্মথকলাযুদ্ধেহপি যস্মিন্নভূ-
দুদ্ভূতঃ স তয়োর্ব্বভূব সুরতারম্ভঃ প্রিয়ম্ভাবুকঃ ||১০||

দোর্ভ্যাং সংযমিত পয়োধরভরেণাপীড়িতঃ পাণিজৈ-
রাবিদ্ধো দশনৈঃ ক্ষতাধরপুটঃ শ্রোণীতটেনাহতঃ |
হস্তেনানমিতঃ কচেহধরসুধাপানেন সন্মোহিতঃ
কান্তঃ কামপি তৃপ্তিমাপ তদহো কামস্যবামা গতিঃ ||১১||

মারাঙ্কে রতিকেলিসঙ্কুলরণারম্ভে তয়া সাহস-
প্রায়ং কান্তজয়ায় কিঞ্চিদুপরি প্রারম্ভি যৎ সম্ভ্রামাৎ |
নিস্পন্দা জঘনস্থলী শিথিলতা দোর্ব্বল্লিরুত্কম্পিতম্
বক্ষো মীলিতমক্ষি পৌরুষরসং স্ত্রীনাং কুতঃ সিধ্যতি ||১২||

মালদ্দৃষ্টিমিলত্কপোলপুলকং শীত্কারধারাবশা-
দব্যক্তাকুলকেলিকাকুবিকসদ্দন্তাংশুধৌতাধরম্ |
শ্বাসোন্নদ্ধপয়োধরোপরিপরিম্বঙ্গী কুরঙ্গীদৃশো
হর্ষোত্কর্ষবিমুক্তিনিঃসহতনোর্ধন্যো ধয়ত্যাননম্ ||১৩||

তস্যাঃ পাটলপাণিজাঙ্কিতমুরো নিদ্রাকষায়ে দৃশো
নির্ধৌতহধরশোণিমা বিলুলিতাঃ স্রস্তস্রজো মূর্দ্ধজাঃ |
কাঞ্চিদাম দরস্লথাঞ্চলমিতি প্রাতর্নিখাতৈদৃশো-
রেভিঃ কামশরৈস্তদদ্ভুতমভূৎ পতুমনঃ কীলিতম্ ||১৪||

ব্যালোলঃ কেশপাশস্তরলিতমলকৈঃ স্বেদলোলৌ কপোলৌ
স্পষ্টা দষ্টাধরশ্রীঃ কুচকলসরুচা হারিতা হারযষ্টিঃ |
কাঞ্চি কাঞ্চিদ্গতাশাং স্তনজঘনপদং পাণিনাচ্ছাদ্য সদ্যঃ
পশ্যন্তী সত্রপং মাং তদপি বিলুলিতস্রগ্ধরেয়ং ধিনোতি ||১৫||

ইতি মনসা দিগন্তং সুরতান্তে সা নিতান্তখিন্নাঙ্গী
রাধা জগাদ সাদরমিদমানন্দেন গোবিন্দম্ ||১৬||

গীতম্

রামকিরীরাগযতিতালাভ্যং গীয়তে

কুরু যদুনন্দন চন্দন শিশিরতরেণ করেণ পয়োধরে
মৃগমদপত্রকমত্র মনোভবমঙ্গলকলসসহোদরে |
নিজগাদ সা যদুনন্দনে ক্রীড়তি হৃদয়ানন্দনে ||১৭||

অলিকুলগঞ্জনসঞ্জনকং রতিনায়কশায়কমোচনে
তদধরচুম্বনলম্বিতকজ্জলমুজ্জ্বলয় প্রিয়লোচনে ||১৮||

নয়নকুরুঙ্গতরঙ্গবিকাশনিরাসকরে শ্রুতিমণ্ডলে |
মনশিজপাশবিলাসধরে শুভবেশ নিবেশয় কুণ্ডলে ||১৯||

ভ্রমরচয়ং রচয়ন্তমুপরি রুচিরং মম সম্মুখে
জিতকমলে বিমলে পরিকর্ম্ময় নর্ম্মজনকমলকং মুখে ||২০||

মৃগমদরসবলিতং ললিতং কুরু তিলকমলিকরজনীকরে
বিহিতকলঙ্ককলং কমলানন বিশ্রমিতশ্রমশীকরে ||২১||

মম রুচিরে চিকুরে কুরু মানদ মানসজধ্বজচামরে
রতিগলিতে ললিতে কুসুমানি শিখণ্ডিশিখণ্ডকডামরে ||২২||

সরসঘনে জঘনে মম শম্বরদারণবারণকন্দরে |
মণিরসনাবসনাভরণানি শুভাশয় বাসয় সুন্দরে ||২৩||

শ্রীজয়দেববচসি রুচিরে হৃদয়ং সদয়ং কুরু মণ্ডনে |
হরিচরণস্মরণামৃতনির্ম্মিতকলিকলুষজ্বরখণ্ডনে ||২৪||

রচয় কুচয়োঃ পত্রং চিত্রং কুরুষ্ব কপোলয়ো-
র্ঘটয় জঘনে কাঞ্চীমঞ্চ স্রজা কবরীভরম্ |
কলয় বলয়শ্রেণীং পাণৌ পদে কুরু নূপুরা-
বিতি নিগদিতঃ প্রীতঃ পীতাম্বরোহপি তথাকরোৎ ||২৫||

পর্য্যঙ্কীকৃতনাগনায়কফণাশ্রেণীমণীনাং গণে
সংক্রান্তপ্রতিবিম্বসংবলনয়া বিভ্রদ্বিভূপ্রক্রিয়াম্ |
পাদাম্ভোরুহধারিবারিধিসূতামক্ষ্ণাং দিদৃক্ষুঃ শতৈঃ
কায়ব্যূহমিবাচরন্নুপচিতীভুতো হরিঃ পাতু বঃ ||২৬||

যদ্গান্ধর্ব্বকলাসু কোশলমনুধ্যানঞ্চ যদ্বৈষ্ণবং
যচ্ছৃঙ্গারবিবেকতত্ত্বমপি যৎ কাব্যেষু লীলায়িতম্ |
তৎ সর্ব্বং জয়দেবপণ্ডিতকবেঃ কৃষ্ণৈকতানাত্ননঃ
সানন্দাঃ পরিশোধয়ন্তু সুধিয়ঃ শ্রীগীতগোবিন্দতঃ ||২৭||

সাধ্বী মাধ্বীকচিন্তা ন ভবতি ভবতঃ শর্করে কর্করাসি
দ্রাক্ষে দ্রাক্ষ্যন্তি কে ত্বামমৃত মৃতমসি ক্ষীর নীরং রসস্তে |
মাকন্দ ক্রন্দ কান্তাধর ধরণিতলং গচ্ছ যচ্ছন্তি যাব-
দ্ভাবং শৃঙ্গারসারস্বতমিহ জয়দেবস্য বিষ্বগ্বচাংসি ||২৮||

শ্রীভোজদেবপ্রভবস্য বামাদেবীসুতশ্রীজয়দেবকস্য
পরাশরাদিপ্রিয়বন্ধুকণ্ঠে শ্রীগীতগোবিন্দকবিত্বমস্তু ||২৯||

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *