হরির এ আচরণ ভাবিয়ে তখন
ব্যথা পেয়ে প্রাণে রাধা বিষাদিত-মন।
কহে সখী দেখি তাঁরে কলহান্তরিতা
প্রণয়ে বঞ্চিতা আর মদনে পীড়িতা।
অষ্টাদশ সঙ্গীত।
(রাগিণী সোহিনী। তাল একতালা।)
“মলয়-অনিল বহে, হরি অভিসারে,
কি সুখ পাইবে বল রহিয়া আগারে;
ও মানিনি মান এবে সাজে না তোমারে।
কেন লো বিফল কর এ কুচ-কলস,
তাল ফল হতে গুরু, কত বা সরস।
কতই কহিল হরি মধুর বচন
তুষিতে তোমারে, তারে ত্যজ না কখন।
বিষাদে কেন লো মিছে করিছ রোদন,
হাসিছে তোমারে দেখি আর রামা-গণ।
কোমল-কমল-দল শীতল-শয়নে
হেরিয়া নাগরে কর সফল নয়নে।
বিষাদ কেন লো এত হ’ল তব মনে,
আমার এ উপদেশ শুনহ শ্রবণে।
তোষ সে প্রাণেশে গিয়া মধুর বচনে,
কেন লো প্রমাদ এত গণিতেছ মনে?”
শ্রীজয়দেবের এই মধুর সঙ্গীত
মোহিত করুক যত প্রেমিকের চিত।
কতই সাধিল করি মিষ্ট সম্ভাষণ,
তুমি লো কহিলে তারে কঠিন বচন;
কতই ধরিল পায়ে কিছু না কহিলে,
উৎসুক নাগরে তুমি বিমুখী হইলে;
দেখালে বিরাগ তুমি অনুরাগে তার,
এই আচরণ ভাল সেজেছে তোমার।
সব বিপরীত তব হয়েছে এখন,
চন্দনে গণিছ সখি বিষের মতন;
হিম-কর দিন-কর সম হইয়াছে,
আনন্দ যাতনা, হিমঅগ্নি, তব কাছে।
বিপুল পুলকে ইন্দ্র-আদি-দেব-গণ
যে চরণ সমাদরে করিছে বন্দন;
দেব-মুকুটের নীল-মণিগণ করে
যে চরণ নীল-ইন্দীবর-শোভা ধরে;
মন্দাকিনী অবিরণ সুধা-সম ঝরে
যে চরণ সদা স্নিগ্ধ সুশীতল করে;
সে চরণ-সরেসিজে করি হে বন্দন,
করিতে আমার সব অশুভ-বারণ।
——————————-
মূল সংস্কৃত
তামথ মন্মথখিন্নাং রতিরসভিন্নাং বিষাদসম্পন্নাম্ |
অনুচিন্তিতহরিচরিতাং কলহান্তরিতামুবাচ রহঃ সখী ||১||
গীতম্
রামরিরীরাগযতিতালাভ্যং গীয়তে
হরিরভিসরতি বহতি মৃদুপবনে |
কিমপরমধিকসুখং সখি ভবনে ||
মাধবে মা কুরু মানিনি মানময়ে ||২||
তালফলাদপি গুরুমতিসরাসম্
কিমু বিফলীকুরুষে কুচকলসম্ ||৩||
কতি ন কথিতমিদমনুপদমচিরম্ |
মা পরিহর হরিমতিশয়রুচিরম্ ||৪||
কিমিতি বিষীদসি রোদিষি বিকলা
বিহসতি যুবতিসভা তব সকলা ||৫||
সজলনলিনীদলশ শীলিতশয়নে
হরিমবলোকয় সফলয় নয়নে ||৬||
জনয়সি মনসি কিমিতি গুরুখেদম্
শৃণু মম বচনমনীহিতভেদম্ ||৭||
হরিরূপযাতু বদতু বহু মধুরম্ |
কিমিতি করোষি হৃদয়মতিবিধুরম্ ||৮||
শ্রীজয়দেবভণিতমতিললিতম্
সুখয়তু রসিকজনং হরিচরিতম্ ||৯||
স্নিগ্ধে যৎ পরুষাসি যৎ প্রণমতি স্তব্ধাসি যদ্রাগিণি
দ্বেষস্থাসি যদুন্মুখে বিমুখতাং যাতাসি তস্মিন প্রিয়ে |
তদযুক্তং বিপরীতকারিণি তব শ্রীখণ্ডচর্চ্চা বিষং
শীতাংশুস্তপনো হিমং হুতবহঃক্রীড়ামুদো যাতনাঃ ||১০||
সান্দ্রানন্দপুরন্দরদিদিবিষদবৃন্দৈরমন্দাদরা-
দানমম্রৈর্মুকুটেন্দ্রনীলমণিভিঃ সন্দর্শিতেন্দীবরম্ |
স্বচ্ছন্দং মকরন্দসুন্দরগলন্মন্দাকিনীমেদুরং
শ্রীগোবিন্দপদারবিন্দমশুভস্কন্দায় বন্দামহে ||১১||