রক্ত-পতাকার গান
ওড়াও ওড়াও লাল নিশান!.... দুলাও মোদের রক্ত-পতাকা ভরিয়া বাতাস জুড়ি বিমান! ওড়াও ওড়াও লাল নিশান॥ শীতের শ্বাসেরে বিদ্রুপ করি ফোটে কুসুম, নব-বসন্ত-সূর্য উঠিছে টুটিয়া ঘুম, অতীতের ওই দশ-সহস্র বছরের হানো মৃত্যু-বাণ ওড়াও ওড়াও লাল নিশান॥ চির বসন্ত যৌবন করে ধরা শাসন, নহে পুরাতন দাসত্বের ওই বদ্ধ মন, ওড়াও ওড়াও লাল নিশান! ভরিয়া বাতাস জুড়ি বিমান। বসন্তের এই জ্যোতির পতাকা ওড়াও ঊর্ধ্বে গাহোরে গান! লাল নিশান! লাল নিশান!
কলিকাতা,
১ বৈশাখ, ১৩৩৪