বাংলার মহাত্মা

বাংলার মহাত্মা

(গান)

আজ   না-চাওয়া পথ দিয়ে কে এলে
 ওই   কংস-কারার দ্বার ঠেলে।
আজ   শব-শ্মশানে শিব নাচে ওই ফুল-ফুটানো পা ফেলে॥
  
আজ   প্রেম-দ্বারকায় ডেকেছে বান
      মরুভূমে জাগল তুফান,
      দিগ্‌বিদিকে উপচে পড়ে প্রাণ রে!
তুমি   জীবন-দুলাল সব লালে-লাল করলে প্রাণের রং ঢেলে॥
  
 ওই   শ্রাবস্তি-ঢল আসল নেমে
      আজ ভারতের জেরুজালেমে 
      মুক্তি-পাগল এই প্রেমিকের প্রেমে রে‌!
ওরে   আজ নদীয়ার শ্যাম নিকুঞ্জে রক্ষ-অরি রাম খেলে॥
  
ওই    চরকা-চাকায় ঘর্ঘরঘর
      শুনি কাহার আসার খবর,
      ঢেউ-দোলাতে দোলে সপ্ত সাগর রে!
ওই    পথের ধুলা ডেকেছে আজ সপ্ত কোটি প্রাণ মেলে।
  
আজ   জাত-বিজাতের বিভেদ ঘুচি,
      এক হল ভাই বামুন-মুচি,
      প্রেম-গঙ্গায় সবাই হল শুচি রে!
আয়   এই যমুনায় ঝাঁপ দিবি কে বন্দেমাতরম বলে–
            ওরে    সব মায়ায় আগুন জ্বেলে॥

হুগলি,
জ্যৈষ্ঠ, ১৩৩১

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *