(আন্দ্রিয়া ডোরকিন্সকে)
সূর্য কি কখনও কাউকে জিজ্ঞেস করে,
আমি কি যোগ্য, আমি কি যথেষ্ট?
করে না, সে বরং আলো ছড়িয়ে যায়।
সূর্য কি কখনও কাউকে জিজ্ঞেস করে,
চাঁদ কী ভাবছে আমাকে নিয়ে?
আজ কি মঙ্গল কিছু বলেছে আমার কথা!
না, সে আলো ছড়িয়ে যায়।
সূর্য কি কখনও কাউকে জিজ্ঞেস করে,
ব্রহ্মাণ্ডের অন্য সূর্য়গুলোর মতো কি আমার আকার?
না, সে আলো ছড়ায়।
তুমিও কোনওদিন কিছু জানতে চেওনা মেয়ে,
তোমার অহংকারের আলো যখন
তোমার মুখে এসে পড়বে,
মুখটি দেখো আয়নায় দাঁড়িয়ে,
ওই উজ্জ্বল, ঝলমলে মুখটি তোমার মুখ,
মুখটিতে ভালোবেসে চুমু খাবো আমি।