তোমার পারে কি আর আজ থেকে বসে আছি!
ডেকে ডেকে চাঁদ দেখিয়েছো, নক্ষষনগুলোও সব দেখা সারা,
কী লাভ দেখে !
দেখতে তো চাই তোমাকে, তোমার ভেতর বাহির।
ওই চাঁদ সূর্য থেকে, রাশি রাশি তারা থেকে ঢের জরুরি তো তুমি,
তোমার আলোয় পুরো এক ব্রহ্মাণ্ডকেই দেখতে চেয়েছি,
তোমার আলোয় তোমাকে চেয়েছি, আমাকেও।
আমার চাওয়াটির গায়ে অনেকদিন আগুন ধরিয়ে দিয়েছো
চাওয়াটি এখন ডানা-ভাঙা চড়ুইএর মতো আকাশপারে
চাওয়াটির দিকে চাইলে জল চলে আসে চোখে
এ চাওয়াকে কে চায় আর !
আকাশ তুমি নিরুপদ্রপ বাস করো তোমার ব্ল্যাক−হালে,
হৃদয়ে অন্ধকার পুরে বসে থাকো চুপচাপ।
তোমার বাড়িঘর আরও ভগবানে
আরও ভবিষ্যতে, আরও ভুতে ভরে উঠুক,
আকাশ তুমি নিজের সঙ্গে প্রেম করো বাকি জীবন,
আকাশ তুমি একা একা সুখে থাকো বাকি জীবন।