৫) আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন নাবী (সাঃ) যখন মলত্যাগ করতে যেতেন তখন বলতেনঃ “হে আল্লাহ্! আমি তোমার কাছে জঘন্য (পুরুষ ও স্ত্রী) জ্বিনের (ক্ষতি) থেকে আশ্রয় চাই”। শু’বা বলেন, তিনি কখনো “আল্লাহুম্মা ইন্নী আউযূ বিকা”-এর স্থলে “আউযূ বিল্লাহ্” (আমি আল্লাহ্র কাছে আশ্রয় চাই) বলতেন। -সহীহ্। ইবনু মাজাহ- (২৯৮), বুখারী ও মুসলিম। আবু ‘ঈসা বলেনঃ এ অনুচ্ছেদে ‘আলী, যাইদ ইবনু আরক্বাম, জাবির ও ইবনু মাসউদ (রাঃ)-এর হাদীস রয়েছে। আবু ‘ঈসা বলেন, এ অনুচ্ছেদে আনাসের হাদীস সর্বাধিক সহীহ্ ও সর্বোত্তম। যাইদ ইবনু আরক্বাম (রাঃ) বর্ণিত হাদীসের সনদে অমিল রয়েছে। হিশাম দাস্তোয়াঈ এবং সা’ঈদ ইবনু আবী ‘আরুবাহ কাতাদাহ হতে বর্ণনা করেছেন। সাঈদ বর্ণনা করেছেন কাসিম ইবনু আউফ শাইবানী হতে যিনি যাইদ ইবনু আরক্বাম হতে। হিশাম দাস্তোয়াঈ কাতাদাহ হতে তিনি যাইদ ইবনু আরক্বাম হতে বর্ণনা করেছেন শু’বা এবং মা’মার বর্ণনা করেছেন কাতাদাহ হতে তিনি নাযার ইবনু আনাস হতে। শু’বা বলেন, যাইদ ইবনু আরক্বাম হতে। মা’মার বলেন, নাযার ইবনু আনাস হতে তিনি তার পিতা হতে তিনি নাবী (সাঃ) হতে। আবু ‘ঈসা বলেনঃ আমি ইমাম বুখারীকে এ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, কাতাদা সম্ভবতঃ কাসিম এবং নাযার উভয়ের সূত্রে এ হাদীস বর্ণনা করেছেন।