১) ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ)্ বলেনঃ পবিত্রতা ছাড়া নামায কবুল হয় না। আর হারাম উপায়ে প্রাপ্ত মালের সাদকাও কবুল হয় না। হান্নাদ বিগাইরি তুহূর’-এর স্থলে ইল্লা বিতুহূর’ উল্লেখ করেছেন।
– সহীহ্ ইবনু মাজাহ্ (২৭২)
আবু ঈসা বলেন, এই অনুচ্ছেদে এ হাদীসটিই সবচাইতে সহীহ্ এবং উত্তম। এ অনুচ্ছেদে আবুল মালীহ, আবু হুরাইরাহ্ ও আনাস (রাঃ) হতেও বর্ণিত হাদীস রয়েছে। উসামা পুত্র আবুল মালীহ’র নাম আ’মির। এও বলা হয় যে, তার নাম যাইদ ইবনু উসামা ইবনু উমাইর আল-হুযালী।