অধঃপাত

অনাচারে ডোবে নিসর্গসুন্দরী-
মানবধর্মে নিয়েছে কি সেও দীক্ষা ?
পশু,পাখী,কীট,ফল,ফুল,মঞ্জরী,
প্রাপ্ত সকলে অপলাপে লোকশিক্ষা ।।

বিশ্বাস করি কী ক’রে কুমুদ সতী ?
হাটে হাঁড়ি ভেঙে ,রসরঙ্গে সে লিপ্ত ;
নটবর নবকার্তিক প্রজাপতি,
অবাক সাধ্বী চাটু চুম্বনে দীপ্ত ।।

ভীরু মাধবীও মনে মনে রঙ্গিলা ;
রতিপরিমলে নেই তার অনায়ত্তি ;
আপাতত যেন কুমারী লজ্জাশীলা,
আসলে সে সাধে মোহিনীর প্রতিপত্তি ।।

বুলবুল গলা কাঁপায় যে পালাগানে,
নেই তাতে উপলব্ধির নাম-গন্ধ ;
সন্দেহ হয় বাঁধা গীতে মিড় টানে
অতিরঞ্জিত কাকুতির নির্বন্ধ ।।

ক্রমে ম’রে আসে সত্য সর্ব ঘটে,
নিষ্ঠা বা তার দেখা পাওয়া আজ শক্ত।
কুকুরের ল্যাজ যথারীতি নড়ে বটে,
কিন্তু জগতে নেই আর প্রভুভক্ত ।।

-হাইন্‌রিখ্‌ হাইনে

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *