অক্ষয়-ঘট ব্রত
এই ব্রত চার বছর করতে হবে। প্রথম বৎসর অক্ষয়-তৃতীয়ার দিন পিতলের কলসি বা তামার জলপূর্ণ ঘটে আম্রপল্লব, ফুলের মালা, সিঁদুর ফোঁটা, চন্দন লেপন করে তার ওপর ফল, মিষ্টি, পৈতে, পাখা ও পয়সা দিয়ে একজন ব্রাহ্মণকে দিতে হবে।
পরবছর দুজনকে এবং এইভাবে শেষ বছর চারজন ব্রাহ্মণকে দিতে হবে এবং শেষ বছর ওই চারজন ব্রাহ্মণকে আপ্যায়িত করে খাইয়ে ওই ভাবেই পূর্ণঘট চারটি ও অতিরিক্ত চারখানি ধুতি চারজনকে এবং একটি করে রুপোর টাকা দক্ষিণা দিতে হবে।
অশক্ত পক্ষে তিনজনকে মাটির কলসি এবং প্রথম যাঁকে দিয়ে ব্রত নেওয়া হবে তাঁকে পিতল বা তামার কলসি ওই সব জিনিসের সঙ্গে দিতে হবে।
অক্ষয়-ঘট ব্রত সমাপ্ত।